বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ছ’টি জেলায়
বাংলার জনরব ডেস্ক : বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ছ’টি জেলায়। উত্তরবঙ্গের তিন জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বুধবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। তবে উপকূলীয় এবং পশ্চিমের ছ’টি জেলায় ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। বৃহস্পতিবার বৃষ্টির দাপট আরও বাড়বে। ওই দিন হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

অন্য দিকে, উত্তরবঙ্গে সপ্তাহভর কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা। মাঝে দু’দিনের জন্য বৃষ্টির দাপট কমলেও শনিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে।