ইরানের উপর মার্কিন হামলার পরেই ইসরাইলকে লক্ষ্য করে ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
বাংলার জনরব ডেস্ক : ইরানের পরমাণু কেন্দ্র গুলির ওপরে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর এবার ইসরাইলকে লক্ষ্য করে পাল্টা জোরালো হামলা চালালো ইরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) ঘোষণা করেছে, এটি তাদের ইসরাইলবিরোধী ২০তম ক্ষেপণাস্ত্র হামলার ধাপ। এই পর্বে তারা নতুন একটি মারাত্মক অস্ত্র ময়দানে নামিয়েছে—’খাইবার-শেকান’ (Kheybar-Shekan) ক্ষেপণাস্ত্র। এটি ইরানের অন্যতম উন্নত ও ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর এমন সময় এলো, যখন ইসরাইল একের পর এক ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে। ইরান দাবি করেছে, এসব হামলার ফলে বহু বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলাকে “কূটনৈতিক প্রক্রিয়ার মাঝখানে অতর্কিত আগ্রাসন” আখ্যা দিয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে, আমেরিকা যখন ইরানের সঙ্গে আলোচনার সুযোগ ছিল, তখনই যুদ্ধের পথ বেছে নেওয়া চরম দায়িত্বজ্ঞানহীনতা।
পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে, কারণ এই হামলা ও পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।