আন্তর্জাতিক 

হাসপাতালে হামলার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে হুঁশিয়ারি নেতানিয়াহুর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ ইসরাইলের বে’র শেভা’র সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার পর এই হুঁশিয়ারি দিলেন তিনি।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের বে’র শেভা’র সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।পাশাপাশি পূর্বে তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে।

Advertisement

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রকাশিত ছবিতে হাসপাতালের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে। সেখান থেকে সাংবাদিক ইমানুয়েল ফ্যাবিয়ান জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালের একটি ছাদ ধসে পড়েছে।

হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এ হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘আজ সকালে, ইরানের সন্ত্রাসী একনায়করা বে’র শেভায় অবস্থিত সোরোকা হাসপাতাল এবং দেশের কেন্দ্রস্থলে অবস্থিত বেসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ’

তিনি লেখেন, ‘আমরা তেহরানের শাসকদের ভারি মূল্য দিতে বাধ্য করব। ’এদিকে ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো বলেন, ইরান দেশের দক্ষিণে বে’র শেভায় সোরোকা হাসপাতালকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে ‘রেড লাইন’ অতিক্রম করেছে।

বুসোকে উদ্ধৃত করে ইসরাইলি সেনাবাহিনী রেডিওতে বলা হয়েছে, ‘এটি ইরানি শাসকগোষ্ঠীর দ্বারা সংঘটিত একটি যুদ্ধাপরাধ।’এর আগে ১৭ জুন ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে হামলা চালিয়েছিল ইসরাইল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ