আন্তর্জাতিক 

গদি হারাতে চলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে দেশটির জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ জানিয়েছেন, অধিকাংশ ইসরায়েলি নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে থাকলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-এর ওপর তাদের আস্থা নেই। বিশেষজ্ঞরা ধারনা করছেন, শীগ্রই নেতানিয়াহুর বিরুদ্ধে ইজরায়েলেই গণবিষ্ফোরন হবে, আর তাতে গদি হারাতে পারেন এই সংকটে জর্জরিত ইহুদি নেতা।

গোল্ডবার্গ বলেন, “অনেক দিন ধরেই ইসরায়েলিরা ইরানকে প্রধান শত্রু হিসেবে দেখে। কারণ, ইরান দীর্ঘদিন ধরে হামাস ও হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে। ফলে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সাধারণভাবে সমর্থন করছে ইসরায়েলি জনগণ।”

Advertisement

তবে তিনি বলেন, “নেতানিয়াহুর সরকারের ওপর জনআস্থা খুবই কম। ব্যক্তি ও রাজনৈতিকভাবে তিনি বহু সংকটে জর্জরিত। জনগণ মনে করে, তার সিদ্ধান্তগুলো অনেক সময় রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে নেওয়া হয়।”

গোল্ডবার্গ আরও যোগ করেন, “এই যুদ্ধের শেষ কোথায় এবং কীভাবে তা শেষ হবে—এ নিয়ে জনগণের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। তবে তারা বিশ্বাস করে ইসরায়েলি সেনাবাহিনী অভিযানে দক্ষতা দেখাবে।”

এদিকে মার্কিন একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে টার্গেট করে হত্যার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এতে সম্মতি দেননি। যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে সংকট নিরসনের পক্ষে অবস্থান নিয়েছে। দৈনিক জনকণ্ঠ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ