আন্তর্জাতিক 

ইসরায়েলের সঙ্গে এখনই কোনো যুদ্ধ বিরতি হবে না জানিয়ে দিল ইরান

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইসরায়েলের সঙ্গে এখনই কোনো যুদ্ধ বিরতি হবে না জানিয়ে দিল ইরান। ইরানের সরকারি আধিকারিককে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইসরায়েল থেকে এখনও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ক্ষেপণাস্ত্রে ছেয়ে গিয়েছে দুই দেশের আকাশ। অনবরত বাজছে সাইরেন। ইরানের অনড় অবস্থানের কারণে পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হতে চলেছে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের।

রবিবার নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের আধিকারিক রয়টার্সকে বলেছেন, ‘‘কাতার এবং ওমানের মধ্যস্থতাকারীদের ইরানিরা জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ হওয়ার পরেই আলোচনায় বসার কথা ভাবা হবে। তার আগে নয়।’’ ইসরায়েলের হামলা এখনও চলছে। এই হামলার মুখে কোনও সমঝোতা করা হবে না।

Advertisement

গত শুক্রবার ইরানে আচমকা আক্রমণ করে ইসরায়েল। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ চার সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। ক্ষতি হয় সামরিক পরিকাঠামোরও। ইরানে আরও হামলার হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল। ইরান এই চুক্তিতে সম্মত হয়নি। সেই কারণেই ইসরায়েলের এই হামলা বলে দাবি। আমেরিকাও এই হামলাকে সমর্থন করেছে। হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, ইসরায়েলের জন্য তারা ‘নরকের দুয়ার’ খুলে দেবে। তার পর থেকে টানা সংঘাত চলছে। ইসরায়েলের তেল আভিভ, জেরুসালেম লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে ইরান। যদিও নেতানিয়াহুর সেনার দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ইরানি হামলায় ১০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইজ়রায়েল। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের হামলার কারণে তাদের ২২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশই সাধারণ নাগরিক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ