বিশ্ব পরিবেশ দিবসে ভেসজ গাছ বিতরন মন্মথপুর প্রনব মন্দিরে
বিশেষ প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকাধিন ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গনে ৬০০০ হাজার ভেসজ গাছ তুলে দেওয়া হয় ১০০০হাজার পরিবারের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্ঘের স্বামী সুদামানন্দ, মেডিক্যাল অফিসার ডাঃ সুমিত সুর ও ডিফেন্স এস্টেট সহকারী পরিচালক শৈলেন্দ্র নাথ পান্ডে।
রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত ও মন্মথপুর প্রণব মন্দির এলাকার ফাঁকা জায়গা গুলিতে গাছ লাগানোর জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছে। এছাড়া শতাধিক মায়েরা বিভিন্ন মেডিসিনাল চারাগাছ লাগিয়ে একসাথে একটি পঞ্চবটি বাগান বানানোর অঙ্গীকার করেন। এই মহতি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ মেডিসিনাল প্লান্ট বোর্ডের পক্ষ থেকে ৫০০০ হাজার ভেশজ চারাগাছ এবং পশ্চিমবঙ্গ বন দপ্তর ১০০০ চারাগাছ দিয়ে সহযোগিতা করেন।