জেলা 

শিক্ষকরা প্রশ্ন করবেন কত রকম ভাবে’ এবং ‘হাতে-কলমে আনন্দের পড়াশোনা’ নিয়ে দুদিনের কর্মশালা হাওড়ার মাওলানা আজাদ অ্যাকাডেমিতে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : শিক্ষার মান উন্নয়নে জিডি স্টাডি সার্কেল বছরভর নানা ধরনের কর্মসূচি নিয়ে এগিয়ে চলে, তার মধ্যে অন্যতম হল শিক্ষক প্রশিক্ষণ বা টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সেরকমই এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিল শনিবার হাওড়া জেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা আজাদ অ্যাকাডেমিতে। দুদিনের এই কর্মশালার প্রারম্ভিক অধিবেশন ছিল জাঁকজমকপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক দিব্য গোপাল ঘটক দুদিনের এই কর্মশালার শুভ সূচনা করেন। সূচনা বক্তৃতায় তিনি বলেন, ত্যাগের মনোভাব নিয়ে সমাজ গঠনের লক্ষ্যে আগামী প্রজন্মের জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেখে আমি অভিভূত হয়েছি। জিডি স্টাডি সার্কেলের পরিচালনায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রায় একশ শিক্ষক-শিক্ষিকাদের জন্য দুদিনের এই কর্মশালার অনুষ্ঠানসূচি দেখেও তিনি খুশি হন। তিনি জানান, প্রথম দিনে আলোচনার যে বিষয়, পাঠদানে প্রশ্ন করার কলা কৌশল- অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন করার মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের পাঠে উৎসাহী করে তোলা যায়, জ্ঞানের গভীরতা এবং ব্যবহারিক ক্ষেত্রে তার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

দুদিনের এই কর্মশালায় অনুসন্ধান সোসাইটির আহ্বানে প্রশিক্ষক হিসেবে যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে বিশিষ্ট পদার্থবিদ্যার শিক্ষক ডঃ বি.এন.দাসের নাম উল্লেখ করেন বিশিষ্ট প্রশাসক ও অবসরপ্রাপ্ত ডব্লিউ বিসিএস সৈয়দ নাসিরউদ্দিন। জিডি মনিটরিং কমিটির পক্ষ থেকে ডক্টর দাসকে আন্তরিক শুভেচ্ছা প্রদান করে তিনি বলেন, বয়সের ভারে নুয়ে পড়লেও ছাত্র-ছাত্রীদের স্বার্থে কাজের কাছে মাথা নোয়াতে চান না বিশিষ্ট এই শিক্ষাবিদ। তাঁর দীর্ঘায়ু কামনা করে ছাত্র-ছাত্রীদের জন্য এই কাজ চালিয়ে নিয়ে যাওয়ার এবং বারে-বারে জি ডি গ্রুপ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে আসার আমন্ত্রণ জানান নাসির উদ্দিন।

Advertisement

দুদিনের এই কর্মশালায় প্রারম্ভিক অধিবেশনে সভাপতির পদ অলংকৃত করেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক জিডি মনিটরিং কমিটির চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক। শিক্ষায় উৎকর্ষতা আনতে অনুসন্ধান সোসাইটির লাগাতার গবেষণা ও ছাত্র-ছাত্রীদের জন্য তাঁদের সহযোগিতা প্রদানকে তিনি সাধুবাদ জানান। অত্যন্ত ব্যস্ততার মাঝেও সুদেষ্ণা মৈত্র, রাহুল সেনগুপ্ত, ডঃ পার্থসারথী দাস, ডঃ স্বাগতা বসাক,নাজিম মল্লিক, জহর লাল নাইয়া, পান্থ মল্লিক, অধ্যাপক ফিরদৌস আহামেদ, গৌরাঙ্গ সরখেল, নায়ীমুল হক সহ যাঁরা এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে এসেছেন এবং প্রতিনিয়ত যোগাযোগ রেখে একে সফল করে তুলেছেন, এর জন্য প্রত্যেককে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, পড়াশোনায় যাতে একঘেঁয়েমি না এসে যায়, তার জন্য হাতে-কলমে এক্সপেরিমেন্টের সুফল ইতিমধ্যে জিডি পরিচালিত মিশনগুলিতে ফলতে আরম্ভ করেছে। এবারের কর্মশালায় নতুন সংযোজিত হয়েছে, প্রশ্ন করার কলা কৌশল। তিনি বলেন, নিঃসন্দেহে এই চিন্তা-ভাবনা পড়াশোনাকে আরো গভীরে নিয়ে যাবে এবং তা ছাত্র-ছাত্রীদের জন্য কল্যাণকর হবে। দুদিনের এই কর্মশালা উপলক্ষে অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় ‘প্রশ্ন -কৌশল শেখা-শিখি’ নামে একটি বুলেটিন প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এই বুলেটিনের লেখাগুলিও খুবই উন্নতমানের হয়েছে। এগুলি মিশনের শিক্ষক-শিক্ষিকাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। কর্মশালার বিশেষ অধিবেশনে আগত বিভিন্ন মিশনের সম্পাদক ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি মিশন কর্তৃপক্ষদের নিয়েও এরকম কর্মশালা আয়োজন অদূর ভবিষ্যতে করা যেতে পারে।

এদিন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাবাবীয়া মিশনের সম্পাদক শাহিদ আকবর, খাদিজাতুল কুবরা গার্লস মিশনের ওয়াহিদুদ্দিন মাহবুব, আল মুজতবা একাডেমির মীর মোশাররফ হোসেন, সপ্তগ্রাম কিশলয় মিশনের আব্দুর রাজ্জাক সর্দার,ন সুন্দরবন আল মানার মিশনের আবুল কাশেম লস্কর ধী-লার্ন একাডেমীর পান্থ মল্লিক, মাওলানা আজাদ একাডেমীর বাউজুল হোসেন, সম্পাদক মোঃ ফারুক, প্রধান শিক্ষক সেখ সিদ্দিকুর রহমান প্রমূখ। প্রত্যেকে এই কর্মকান্ডে জিডি চ্যারিটেবল সোসাইটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি মোস্তাক হোসেনের সুদূরপ্রসারী চিন্তাভাবনার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান সঞ্চালনাসহ সমগ্র এই কর্মশালার বিভিন্ন গুরু দায়িত্বে ছিলেন মাওলানা আজাদ অ্যাকাডেমির সহ সম্পাদক ইমদাদুল করিম,সহ-সম্পাদক শহিদুল ইসলাম।

এই কর্মশালায় আমন্ত্রিত ছিলেন ত্রিপুরা থেকে আগত বিশিষ্ট শিক্ষা ও প্রশাসক কিচেন গার্ডেনের এডভাইজর মনোজ রায়। শারীরিক কারণে অংশ নিতে না পারার জন্য পরিচালক মন্ডলীর পক্ষ থেকে তাঁর প্রতি সমবেদনা ও দ্রুত সুস্থতা কামনা করা হয়। মনোজ রায় শিক্ষকদের জন্য এই ধরনের কর্মসূচি প্রণয়নে সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ত্রিপুরায় শিক্ষক-শিক্ষিকাদের জন্য এ ধরনের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ