কলকাতা 

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার ও আগামীকাল সোমবার চৈত্র সংক্রান্তিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর ঝড় এবং বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়াও, এই অঞ্চলে ৫০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, আর কিছু জায়গায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাতাসের গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার। তবে সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যেতে পারে। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, তবে ঝড়ের আশঙ্কা থাকবে না।

Advertisement

উত্তরবঙ্গে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। সেখানে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে দার্জিলিং থেকে মালদহ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা নেই, তবে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

কলকাতায় আজ অর্থাৎ রবিবার সকালে পরিষ্কার আকাশ থাকলেও, আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে বেলা পর্যন্ত। বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ