কলকাতা 

কোনরকম গুন্ডামি বরদাস্ত করা হবে না রাজ্যবাসীকে বার্তা ডিজিপি রাজিব কুমারের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কোনও রকম গুন্ডামি নয় মানে নয়। গুজবে কান দিয়ে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে পুলিশ তা বরদাস্ত করবে না। যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই পদক্ষেপ নেওয়া হবে, ওয়াকফ অশান্তি নিয়ে যখন তপ্ত মুর্শিদাবাদ, তখনই কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের।

শুক্রবার দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে জঙ্গিপুর এলাকা। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে বাইক ভাঙচুর— একাধিক ঘটনায় অশান্তি ছড়িয়েছে শাজুরমোড় ও ধুলিয়ান সংলগ্ন এলাকাতেও। শনিবার সকালেও যখন তা অব্যাহত, সেই সময় ভবানী ভবন থেকে ডিজি সাংবাদিক বৈঠক করে কড়া নির্দেশ দিয়ে জানালেন, “কেউ কোনও গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না। যারা গুন্ডামি করছে, বা ভবিষ্যতে করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব। সেখানে কোনও রকম অশান্তি, হিংসা বরদাস্ত করা হবে না মানে হবে না।”

Advertisement

বাস্তব আর গুজবের ফারাক মানুষকে বুঝতে হবে। যাতে কেউ কোনও রকম প্ররোচনায় পয়া না দেন সেই কথা মনে করিয়ে দিয়ে রাজীব কুমার জানান, “মানুষকে বাস্তবটা বুঝতে হবে। কেউ যদি আইন হাতে তুলে নেন তাহলে সেটা কোনও ভাবেই কাম্য নয়। আমরা ট্রিগার হ্যাপি পুলিশ নই।”

শুক্রবার এক ভিডিও বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোসও স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে। রাজ্যে দফায় দফায় যে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে একপ্রস্থ আলোচনাও হয়েছেন বলে জানান তিনি। তবে কী কথা হয়েছে তা গোপন রেখেই রাজ্যপাল শুধু এটুকু জানিয়েছেন, অশান্তি নিয়ে রাজ্য যথেষ্ট কড়া।

রাজ্যপাল বলেন, “কিছু লোক আইনশৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিচ্ছে, এটা খুবই উদ্বেগের। তবে অশান্তি বরদাস্ত করা হবে না। সরকার দুষ্কৃতীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিচ্ছে।” ঠিক একই ঢঙে শনিবার সকাল সকাল রাজ্যপুলিশের ডিজি জানিয়ে দিলেন, অতি বাড়াবাড়ি করলে পুলিশও পদক্ষেপ করতে সময় নষ্ট করবে না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ