কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ঐকতান গবেষণাপত্র পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশিত

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: প্রকাশিত হল ঐকতান গবেষণাপত্র পত্রিকার বাংলা নববর্ষ সংখ্যা। ৯ এপ্রিল,২০২৫, সন্ধ্যায় রবীন্দ্র সদন লিটল ম্যাগাজিন মেলা প্রাঙ্গনে ৫৭ নম্বর স্টলের সামনে নীতীশ বিশ্বাস সম্পাদিত ঐকতানগবেষণা পত্রের নববর্ষ সংখ্যার উদ্বোধন করা হয়। এই পত্রিকার ইতিহাস হল, ১৯৭২ সাল থেকে এর মুদ্রিত প্রথম সংখ্যার আত্ম প্রকাশ। তারপর একনাগাড়ে বের হচ্ছে। ঐকতান পত্রিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কলকাতা-ঢাকা সম্মিলিত ঐকতান হিসেবে সেই রক্তক্ষরা সময়ে কলকাতায় প্রকাশিত হয় । যার লেখক সূচিতে নিয়মিত থাকেন ভারতের বরাক(আসাম) ত্রিপুরা সহ ভারতের বাঙালি অঞ্চল ,বাংলাদেশ সহ বাংলা বিশ্বের নানা সুধীজন।সে আহমদ শরীফ, নরেন বিশ্বাস,আহমেদ ছফা , দুর্গাদাস সরকার থেকে জিয়াদি আলি সহ বিশ্ববাংলা র সে মুখপত্র । রবীন্দ্র-নজরুলের আদর্শে নিবেদিত পত্রিকা ।পরে রেজিস্ট্রেশনের সময় ১৯৮৬ সালে নাম হয় ঐকতান গবেষণা পত্র। যে প্রবন্ধ পত্রিকা কেবল মনোরঞ্জনের জন্য নয় বাংলা ভাষা ও বাংলা ভাষীর অস্তিত্ব রক্ষা ও উন্নয়নে নিবেদিত এক বিরল পত্রিকা।

তারা বলেন বাঙালির কোনও হিন্দু মুসলমান হয়না কারন তার মূল ঐতিহ্য নিহিত লালন –সিরাজ সাই ভবা পাগলা- হাসন রাজা থেকে আব্বাসউদ্দীনের লোকায়ত চেতনার গহীনে । যার দার্শনিক নেতৃত্ব বুদ্ধ ,চৈতন্য ,হরিচাঁদ গুরু চাঁদ,আম্বেদকর যোগেন মন্ডল থেকে ঠাকুর পঞ্চানন।সিপাহী বিদ্রোহ থেকে তেভাগার রক্তে রঞ্জিত এ বাংলা ।এছাড়া ঐকতান ভারতের ঐক্যসাধনে নেতাজির দেশপ্রেমের আদর্শে ডাক দেয় ভারতে ভাষা গণতন্ত্রের।সব মাতৃভাষার অধিকারে সে আন্দোলন। প্রবীন সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন, সাহিত্যিক কল্যাণী ঠাকুর ও অমিতাভ চক্রবর্তী ঐকতানে ভাষা আন্দোলন ও সামাজিক ন্যায়ের প্রতি দায়বদ্ধতার উল্লেখ করেন।

Advertisement

লিটল ম্যাগাজিন মেলার ৫৭নং ঐকতান টেবিলের সামনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মাননীয় অতিথি ; রবীন্দ্র ভারতীর অধ্যাপক জয়ন্ত রায়, সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক উত্তমকুমার বিশ্বাস, সাহিত্যিক রাজীব শ্রাবন, গবেষক অনিমেষ হালদার, প্রবীণ গবেষক ড. জ্যোতির্ময় রায় ( কোচবিহার ) প্রকাশিকা মৌসুমী দাস, সাহিত্যিক অমিতাভ চক্রবর্তী, সম্পাদিকা তাপসী আচার্য, সম্পাদক জগদীশচন্দ্র সরকারএবং অধ্যাপিকা যূথিকা পাণ্ডে , সম্পাদক কানাইলাল বিশ্বাস, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড, জ্যোতির্ময় রায়,,এম এম আবদুর রহমান,

হেলাল উদ্দীন সহ ঐকতান বন্ধুরা ।অনুষ্ঠানে এসে ঐকতানকে অভিনন্দন জানান দলিত সাহিত্য আকাদেমির সভাপতি সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী,। তিনি বলেন, তার সাহিত্যিক জীবনের প্রঠম পর্বে ১৯৮৬ সালে তার সাহিত্য জীবনে কথা প্রকাশিত হয় তাদের শহিদ সাহিত্যিক সোমেন চন্দ সংখ্যায়। ঐকতানে আসলে প্রগতি সাহিত্যের সেবক হলেও মনোরঞ্জন বাবুর মতো ভিন্নচিন্তার লেখকের আত্ম প্রকাশে সহায়তা করা এক আদর্শ সম্পাদনার নিদর্শন।

ঐকতান নব বর্ষ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন রবীন্দ্র ভারতীর শিক্ষক কবি জয়ন্ত রায়। তিনি প্রায় সাড়ে পাঁচ দশকের ঐকতানকে ক্ষুদ্র পত্রিকার জগতে এক আদর্শ পত্রিকা হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠান সভাপতি নীতীশ বিশ্বাস উদ্বোধন করেন দিদৃক্ষা প্রকাশনীর অধ্যাপক তরুণ মুখোপাধ্যায়ের গানের জীবনানন্দ ও অন্যান্য প্রসঙ্গ গ্রন্থটি । এই অনুষ্ঠানে সাংবাদিক সাদউদ্দীন বলেন জীবনানন্দের কবিতা ছাড়া গল্প উপন্যাসের কথা জানলেও আমরা জানিনা তার গানের কথা । সে দিক থেকে এ এক সুন্দর প্রচেষ্ঠা । সকলকে ধ্যবাদ জানান প্রকাশিকা মৌসুমী দাস।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনকরেন নূপুর লোধের নেতৃত্বে যাদবপুর ঐকতানের শিল্পীবৃন্দ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ