কলকাতা 

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করব : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বুলবুল চৌধুরী : সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ এসএসসির নিয়োগ বাতিল হয়েছে। চাকরি হারা হয়েছে ২৫ হাজার ৭৫২ জন। এদের মধ্যে মাধ্যমিক স্তরে শিক্ষক রয়েছেন, ১১ হাজার ৬১০ জন, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক রয়েছেন ৫৫৯৬ জন! বাকি শিক্ষা কর্মী। সুপ্রিম কোর্ট যেহেতু তিন মাসের মধ্যে নিয়োগ করতে বলেছে সেই নির্দেশ যথাযথভাবে পালন করে তিন মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠান।

সেখানে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা চলার পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের বলেন,“আজ সুপ্রিম কোর্টের রায় আমরা বিস্তারিত পড়েছি। রায়টি আমরা পুরোটা পড়েছি। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। কোনও বিচারপতির বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই।”

Advertisement

বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,“এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন। আমি ফেসবুকে তাঁর উক্তি দেখেছি। অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে, এর জন্য নাকি আমরা দায়ী। আপনারা যখন প্রথমে কেস করলেন, একবারও ভাবলেন না কারা যোগ্য, কারা অযোগ্য? সরকারকেও ভাবতে দিলেন না।”

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আদালতের রায় যেমন আমাদের বিরুদ্ধে গিয়েছে, তেমনই রায় আমাদের দু’টো পথও দিয়েছে। রায় মেনেই আমরা সেটা করব। ২০১৬ সালে কারা কারা মন্ত্রী ছিলেন, আমরা রেকর্ড খুঁজে বার করব। কোনও একটা জেলার কথা তো আমরা জানিই।”

মমতা আরও বলেন, “আমি শুনেছি শিক্ষক-শিক্ষিকারা অনেকে ডিপ্রেস‌্‌ড। ডিপ্রেসনে চলে যাচ্ছেন অনেকে। আমরা চাই না একটাও দুর্ঘটনা ঘটুক। তাই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ