দেশ 

ফের রেল দুর্ঘটনা ! ওড়িশায় লাইনচ্যুত ব্যাঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফের দুর্ঘটনার কবলে রেল! রবিবার ওড়িশার মাঙ্গুলি হল্ট স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে বেঙ্গালুরু কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। এই এক্সপ্রেসের ১১ টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে তবে গাড়ির গতি কম থাকার কারণে এই দুর্ঘটনায় কোন হতাহত হয়নি।

বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। দুপুর ১২টা নাগাদ ওড়িশার কটকে মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে বিকট আওয়াজ শোনা যায়। এরপরই বন্ধ হয়ে যায় ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে আসেন যাত্রীরা। এরপরই দেখা যায়, দুর্ঘটনার জেরে ট্রেনের ১১টি কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার জেরে আপাতত ওই রুটের সমস্ত ট্রেন বন্ধ রাখা হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রেল আধিকারিক ও পুলিশ। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কামরাগুলিকে সরানোর চেষ্টা চলছে। এদিকে যাত্রীদের দাবি, ঘটনার সময় ট্রেনের গতি কম ছিল তাই রক্ষে। গাড়ির গতি বেশি থাকলে বড়সড় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

Advertisement

পূর্ব উপকূলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক মিশ্র বলেন, “রবিবার বেলা ১১টা ৫৪ মিনিট নাগাদ কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। আমরা সেই খবর পেয়েছি। কারও আঘাত লাগেনি। ঘটনাস্থলে আর একটি ট্রেন পাঠানো হয়েছে। রেল আধিকারিক এবং উদ্ধারকারী দলের সদস্যেরাও পৌঁছেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” যদিও কী কারণে এই দুর্ঘটনা তা অবশ্য এখনও জানা যায়নি।

তবে আবারও এহেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে ভারতীয় রেলের যাত্রী সুরক্ষা। গত বছর দফায় দফায় দেশের নানা প্রান্ত থেকে একের পর এক দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনার জেরে বহু মানুষের প্রাণহানিরর ঘটনা ঘটে। এর পাশাপাশি আকছার শোনা যায় রেলের চাইনচ্যুত হওয়ার তথ্য।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ