কলকাতা 

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজকুমার আগরওয়ালকে নিয়োগ করল নির্বাচন কমিশন। ১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসারই আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন। এদিন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মনোজের নিয়োগ সম্পর্কে জানানো হয়।

বলে রাখা ভালো, আপাতত ভারপ্রাপ্ত সিইও হিসাবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাচ্ছিলেন দিব্যেন্দু দাস।এর আগে ওই পদে ছিলেন আরিজ আফতাব।২০১৭ সালে তাঁকে ওই পদে নিয়োগ করেছিল কমিশন। এরপর তিনিই ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচন পরিচালনা করেন। পাশাপাশি বাংলায় ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা ভোটের পরিচালনার দায়িত্বও ছিল তাঁরই। গত ডিসেম্বরে তিনি অবসর নিলে অস্থায়ী ভাবে দায়িত্ব দেওয়া হয় দিব্যেন্দুকে।

Advertisement

প্রসঙ্গত, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের সচিব ছিলেন মনোজ। এছাড়া বনবিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্বেও তাঁকে দেখা গিয়েছে। বর্তমানে তিনি রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব পদে আসীন। এবার তাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে বেছে নিল কমিশন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ