উলুবেড়িয়ায় জাতীয় কংগ্রেসের দাওয়াতে এ ইফতার
পবিত্র মাহে রমজান উপলক্ষে উলুবেড়িয়া জাতীয় কংগ্রেসের ব্যবস্থাপনায় উলুবেড়িয়ার অবনী বসু হলে “দাওয়াত এ ইফতার ” এর আয়োজন করা হয় | উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি -শ্রী অসিত মিত্র , সাধারণ সম্পাদক- আশুতোষ চ্যাটার্জী, সম্পাদক- আলম দেওয়ান, ইয়াসির হায়দার,
পশ্চিমবঙ্গ কিষান কংগ্রেস সভাপতি তপন দাস, হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি সেখ হাফিজুর রহমান ,অসিত বাকুলি সম্পাদক সুপ্রিয় ঘোষ ,রাজ্য যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক রিভু সান্যাল, পিসিসি মেম্বার তাপস কোদালি ,বিশ্বজিৎ মেউর, হাওড়া জেলা যুব কংগ্রেসের পক্ষে কাজী আবু আসলাম ,প্রলয় মন্ডল ,ছাত্র পরিষদের পক্ষে কাজী জুবের সহ যুব ,ছাত্র ,মহিলা, কিষান, সেবাদল নেতৃত্ব ও কর্মীবৃন্দ ।
Advertisement
