পঞ্চায়েত প্রধানের দুয়ারে মিষ্টির প্যাকেট! খুলতেই শোরগোল এলাকায়!
বাংলার জনরব ডেস্ক : সকালে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে মিষ্টির প্যাকেট। দুয়ারে মিষ্টি দেখে এগিয়ে আসেন পঞ্চায়েত প্রধানের মা। মিষ্টির প্যাকেট খুলে যা দেখা গেল তা দেখে চক্ষু চড়কগাছ। বৃদ্ধা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তা শুনে ছুটে আসে পঞ্চায়েত প্রধান স্বয়ং অর্থাৎ ছেলে। আসলে মিষ্টির প্যাকেট খুলে দেখা যায় ওই প্যাকেটের মধ্যে রয়েছে দুটো তাজা বোমা।বুধবার সকালে এই ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে গিয়ে বোমা উদ্ধার করেছে পুলিশ।
দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের দাবি, সকালে বাড়ির মূল ফটকের সামনে সিঁড়িতে একটি মিষ্টির প্যাকেট রেখে গিয়েছেন কে বা কারা। তাতে বোমা ভরা ছিল। কে বা কারা এই ঘটনা ঘটালেন, তার জবাব নেই বাপ্পার কাছে। পুরো ঘটনায় তিনি এবং তাঁর পরিবার আতঙ্কিত। তৃণমূল পঞ্চায়েত প্রধানের মা বলেন, ‘‘সকালে উঠে দেখি মিষ্টির প্যাকেট রয়েছে সিঁড়িতে। খুলতেই চমকে উঠি। দেখি, মিষ্টির প্যাকেটে রয়েছে দুটো বোমা।’’ পঞ্চায়েত প্রধান বলেন, ‘‘কে বা কারা করেছেন, জানি না। কী উদ্দেশ্য জানি না। তবে গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি।’’
পুলিশ গিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বোমা উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় চাঞ্চল্য পড়ে গেছে সমগ্র এলাকায়।