সুবল চন্দ্র পালের স্মরণ সভা
নিজস্ব প্রতিনিধি: সিপিআই(এম)দলের ধনিয়াখালীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রওশন আলী মল্লিকের হাতে ধরে যে একদল তরুণ কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর দলে নাম লিখিয়েছিলেন, তাঁদেরই অন্যতম ধনিয়াখালীর সুবলচন্দ্র পাল। গত ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ৮৫ বছর বয়সে ইহলোক ছেড়ে পরপারে পাড়ি দেন।
সেই সুবল পালের স্মরণে রবিবার ২৩ শে মার্চ ধনিয়াখালি প্রাথমিক বিদ্যালয়ে এক স্মরণ সভা হয়ে গেল। স্বরণসভায় বক্তারা তাঁর অনাড়ম্বর জীবন যাপনের কথা তুলে ধরেন। সভাপতিত্ব করেন তাঁরই কৈশোরের বন্ধু- বৈদ্যনাথ গুঁই।
তাঁর স্মৃতিচারণা করেন ডাক্তার প্রবীর পাল, অধ্যাপক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক নৌশাদ মল্লিক, শিবরাম মহান্ত, অমিয়া ব্যানার্জি,শক্তিপদ দাস, অজয় গুঁই, সুদাম বন্দোপাধ্যায়, অসিত পাঠক, রহিম মল্লিক, শুভেন্দু হালদার প্রমুখ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বলরাম মহান্ত।