ঈদের খুশি ভাগ করে নিতে কয়েকশো হিন্দু মুসলিম ভাইয়ের ঈদ সামগ্রী বিতরণ নারায়ণপুরে
হাসিবুর রহমান : রাজ্যে যখন বিজেপি এক সম্প্রদায় কে নিয়ে ভাগের রাজনীতি করছে সেই সময় দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নারায়নপুর অঞ্চলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কয়েকশ মানুষের ঈদের খুশি কে ভাগ করে নিতে ঈদ সামগ্রী হিসাবে লাচ্চা শিমুল চিনি ও দুধ তুলে দিলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ঈদের সামগ্রী পেয়ে খুশিতে মেতে উঠেছেন মুসলমানদের সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের মানুষরাও তারা বলেন আমরা হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে বাস করি আমাদের দুর্গাপূজা কালীপুজো সময় মুসলমানরা যেমন আমাদের খুশি কে ভাগ করে নেয় ঠিক তদ্রূপভাবে আমরাও ঈদের সময় খুশিতে থাকতে তাদের সঙ্গে মিলেমিশে বাস করি, এদিন সালাউদ্দিন সরকার আমাদের হাতে তুলে দিয়েছেন ঈদ পালনের উদ্দেশ্যে
নমিতা মিনতি সুমিতা সুনীল দীপক কাকুরা বলেন আমরা আমাদের বড় উৎসব দুর্গাপুজোতেও বস্ত্র দিয়ে থাকেন আমরা সেই বস্ত্র পরিধান করি আমরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করলে তারাও গিয়ে হাজির হয় আমরা ঈদের দিনেও এই অঞ্চলের মুসলমানদের বাড়িতেও ঈদের খুশি ভাগ করে নি। প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদের খুশি পালন করতে আমরা যে সামগ্রী পেয়েছি এটা ঈদের দিনে আমাদের বাচ্চাকাচ্চা সহ আমরাও এই সামগ্রীর দিয়ে খুশি পালন করব ।
অন্যদিকে নারায়ন পুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার বলেন আমরা ছোটবেলা থেকে হিন্দু মুসলিম পরস্পরে মিলেমিশে বাস করি আজ ১৫ বছর যাবত আমার নিজের হাতে ঈদের খুশিতে মুসলিমদের পাশে যেমন দাঁড়াই আমার এলাকার হিন্দু ভাইদের পাশেও ঈদের খুশিতে উপহার হিসাবে দিয়ে তাদেরও শামিল হতে বলি। সেই সঙ্গে দুর্গা পূজার সময়ও বস্ত্র দিয়ে তাদের খুশিতে আমরা ভাগ করে নিই।
আমার বাবা ও জীবিত থাকাকালীনে এই এলাকার মানুষের সঙ্গে এভাবেই খুশি ভাগ করে নিতেন ।
আমরা চাই সারা জীবন এভাবেই একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে থাকব এ দিল উপস্থিত ছিলেন সাইদুল শেখ বাবুলাল লস্কর সাইফুদ্দিন সরকার নিমাই মন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও