প্রকাশিত হোলো স্ফুলিঙ্গ
বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণ করে ১৫ মার্চ সোনারপুরে প্রকাশিত হোলো বিশেষ সাহিত্য সংকলন স্ফুলিঙ্গ। কবিতা প্রবন্ধ গল্প ইত্যাদি সম্ভারে পত্রিকাটি এদিন অনুষ্ঠানে প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন কবি বৃন্দাবন দাস, গালিব ইসলাম, সুখেন্দু মজুমদার, সুভাষ আচার্য, শম্ভুনাথ মন্ডল, বিপদতারণ নস্কর সুরজিৎ চট্টোপাধ্যায় প্রমুখদের উপস্থিতিতে
সোনারপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয়।বাংলা ভাষাকে সরকারি কাজের ভাষা না করে তুলতে পারলে বাংলা ভাষার শক্তি দূর্বল হবে, পত্রিকার সম্পাদকীয়তে এই মর্মে গভীর উদ্বেগ ফুটে ওঠে। লোকায়ত ভাষা ও সংস্কৃতির বিকাশ ঘটানোর মধ্যে বাংলা ভাষার শক্তি নিহিত বলে
স্ফুলিঙ্গ সাহিত্য গোষ্ঠী মনে করে। এদিন পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে তন্দ্রা নস্করের আবৃত্তি শোতৃমন্ডলীকে চমৎকৃত করে। স্ফুলিঙ্গ প্রকাশ অনুষ্ঠানে অনেক বহু লিটলম্যাগাজিনের সম্পাদক কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো।এদের মধ্যে সুচেতনা, রা, আবাদ,তালপুকুর, সূর্যকিরণ উল্লেখ্য। বাংলা ভাষা শহিদ স্মরণে গান আবৃত্তি কবিতাপাঠ আড্ডা জমজমাট হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমেশচন্দ্র নাথ।