জেলা 

বাগনান লাইব্রেরি মোড়ে জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ সহ ২

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সংঘের বালি কলকাতার বালিগঞ্জ শাখার মহারাজ স্বামী সুভাষ মহারাজের গাড়ি দুর্ঘটনায় আজ মৃত্যু হয়েছে।। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বাগনান লাইব্রেরী মোড়ের জাতীয় সড়কের ওপরে। এই ভয়াবহ দুর্ঘটনায় স্বামীজির সহ দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন পাঁচজন।

জানা গিয়েছে, কলকাতার বালিগঞ্জ ভারত সেবা সংঘ থেকে একটি ৪০৭ গাড়ি মহিষাদলে একটু অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্য যাওয়ার সময় বাগনান লাইব্রেরি মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশের লেনে চলে গিয়ে বালি বোঝাই লরিতে ধাক্কা।

Advertisement

তার পিছনে আর ও একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। ঘটনায় ভারত সেবা সংঘের স্বামী সুভাষ মহারাজের মৃত্যু হয়। মৃত আরও এক কর্মী। ঘটনার জেরে ৬ নম্বর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ। আহতরা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ