জেলা 

তারকেশ্বরে আলু ব্যবসায়ীকে পিটিয়ে খুন, এলাকায় তীব্র উত্তেজনা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : হুগলি জেলার তারকেশ্বরের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা রাখাল চন্দ্র ঘোষকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাখাল চন্দ্র ঘোষ একজন আলু ব্যবসায়ী। তিনি শনিবার রাতে তারকেশ্বর থানার পাঁচগেছিয়ায় গিয়েছিলেন চাষীদের কাছ থেকে আলু কিনতে, আলু কিনে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবকের সঙ্গে রাস্তা ছাড়া নিয়ে বিবাদ বাধে। আর সেই বিবাদ শেষ পর্যন্ত মারপিটের রূপ নেই পাঁচজন মিলে ওই আলু ব্যবসায়ী রাখাল চন্দ্র ঘোষ এবং তার ছেলে তন্ময় ঘোষকে পেটাতে থাকে। লোহার রড দিয়ে রাখাল চন্দ্র ঘোষ এর মাথায় আঘাত করা হয় এর ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থায় উদয়নারায়নপুর স্টেজ জেনারেল হাসপাতালে ওই আলু ব্যবসায়ীকে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।

শনিবারে রাতের ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবারও তুমুল উত্তেজনা রয়েছে ওই এলাকায়। পরিস্থিতি তপ্ত হয়ে ওঠায় হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার–সহ একাধিক থানার অফিসার এবং পুলিশ কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সরেজমিনে তদন্ত করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দোষীদের কঠোর সাজা হোক।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার বেশি রাতে পাঁচগেছিয়ায় গিয়েছিলেন রাখাল ও তাঁর ছেলে। সেখানে কৃষকদের কাছ থেকে আলু কিনে ভ্যানে করে ফিরছিলেন তাঁরা। গাড়ির জায়গা ছাড়াকে কেন্দ্র করে তখন কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। আর তখনই ওই যুবকরা লোহার রড দিয়ে রাখালচন্দ্র ঘোষের মাথায় আঘাত করে। উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। রাখাল ঘোষের ছেলে তন্ময় ঘোষের কাজের দাবি বা জমির ব্যবস্থা করে দেওয়ার দাবিতে পুলিশের কাছে আর্জি জানান গ্রামের মানুষজন।

আজ, রবিরাব এই ঘটনা নিয়ে ক্ষোভ দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় এই ঘটনাটি নিয়ে বলেন, ‘আলু রাখা নিয়ে একটা বচসা হয়। আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, পাঁচজন যুবক মিলে ওই আলু ব্যবসায়ী রাখালচন্দ্র ঘোষকে মারধর করার জেরেই তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত যুবকদের নামগুলিও সব জানতে পেরেছি আমরা। যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেফতার করব আমরা। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।’‌


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ