দেশ 

সরকারি টেন্ডারে মুসলিম ঠিকাদারদের ৪ শতাংশ সংরক্ষণ দেবে কর্নাটক সরকার, ইমামদের ৬০০০ টাকা ভাতা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর স্বপ্নকেই বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। সরকারি বিভিন্ন প্রকল্প বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে ভাগ করে দেয়ার প্রকল্প নেয়া হয়েছে। এমনকি সরকারি প্রকল্পের কাজের বরাতে মুসলিম ঠিকাদারদের জন্য চার শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। গত শুক্রবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বিধানসভা অধিবেশনেই পেশ হতে চলেছে এই বিল। কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। ‘রাহুল গান্ধীর পরামর্শে তুষ্টিকরণের রাজনীতি’ চলছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।

মুসলিম ইস্যুতে কর্নাটকে কংগ্রেস ও বিজেপির অবস্থান সম্পূর্ণ উলটো মেরুতে। বিজেপি শাসনে কর্নাটকে সরকারি বরাতে মুসলিমদের জন্য সংরক্ষণ তুলে দেওয়া হয়। পালটা কংগ্রেস জানায়, ক্ষমতায় এলে ফের সংরক্ষণ ফিরিয়ে আনা হবে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। এর পরই সংখ্যালঘুদের মনজয়ে উঠেপড়ে লাগে সরকার। গত ৭ মার্চ শুক্রবার কর্নাটক বিধানসভায় বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সেই বাজেটে সংখ্যালঘুদের জন্য দেদার ঘোষণা করা হয়। স্রেফ সংখ্যালঘু উন্নয়ন খাতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেন সিদ্দা। এর মধ্যে ১৫০ কোটি টাকা বরাদ্দ শুধু ওয়াকফ সম্পত্তি সংরক্ষণে। যে ওয়াকফ আইন বদলে ফেলতে উদ্যত হয়েছে কেন্দ্রের মোদি সরকার, সেই ওয়াকফ বোর্ডকেই বাড়তি অর্থ বরাদ্দ করেছেন কংগ্রেসি মুখ্যমন্ত্রী।

Advertisement

এর বাইরে রাজ্যের উর্দু স্কুলগুলির জন্য বরাদ্দ করা হয় ১০০ কোটি টাকা। এবং সব রেজিস্টার্ড ইমামদের জন্য মাসিক ৬০০০ টাকা করে ভাতাও ঘোষণা করা হয় কর্নাটকের বাজেটে। এরপর মুসলিমদের দাবি মেনে সরকারি টেন্ডার বা বরাতে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ ঘোষণা করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার এই সিদ্ধান্তেই শিলমোহর দিল সিদ্দা সরকার। জানানো হয়েছে, এক কোটি টাকা পর্যন্ত সরকারি বরাতে ৪ শতাংশ সংরক্ষণ পাবেন মুসলিম ঠিকাদারেরা। এই সিদ্ধান্তের পালটা কংগ্রেসকে কড়া সুরে আক্রমণ শানিয়েছে বিজেপি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ