বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিনে খুদে পড়ুয়াদের মডেল তৈরি প্রতিযোগিতা
বিশেষ প্রতিনিধি : শুক্রবার ১৪ মার্চ ছিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তথা আধুনিক পদার্থবিদ্যার জনক আলবার্ট আইনস্টাইনের ১৪৭-তম জন্মদিন। বিশ্বের নানা প্রান্তে বিভিন্নভাবে মহান এই বিজ্ঞানীর জন্মদিন পালিত হয়। তাঁর সুদূরপ্রসারী বিজ্ঞানের আবিষ্কারে গোটা বিশ্ব আজও উপকৃত।
বিজ্ঞানচর্চা তথা জনমানসে বিজ্ঞানমনস্কতার প্রচার ও প্রচারের কথা ভেবে এদিন খুদে পড়ুয়াদের জন্য এক বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল হক মঞ্জিল পরিবারের পক্ষ থেকে। আহ্বান করা হয়েছিল বিজ্ঞানসহ যেকোনো বিষয়ের উল্লেখযোগ্য ঘটনাকে সামনে রেখে ছাত্র-ছাত্রীদের জন্য মডেল প্রস্তুতি প্রতিযোগিতা। বলা হয়েছিল, মডেল প্রস্তুত করতে হবে স্বল্প মূল্যের প্রায় ফেলে দেওয়া উপকরণ সামগ্রী দিয়ে। মডেল প্রস্তুত করার পর খুব অল্প সময়ের ভিডিয়ো প্রস্তুত করে তা পাঠাতে বলা হয়েছিল ছাত্র-ছাত্রীদের। বিভিন্ন জেলা থেকে ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একেবারে নতুন ধরনের প্রতিযোগিতা হলেও নানা দিক থেকে এই ধরনের আইডিয়া আগামী দিনে ছাত্র-ছাত্রীদের কাছে খুবই গ্রহণযোগ্য এবং আকর্ষণীয় হবে বলে মন্তব্য করেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক সহ শিক্ষা প্রসারের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শুক্রবার হক মঞ্জিল-এর আহ্বানে ইফতার-মজলিশের সঙ্গে সাযুজ্য রেখে এক সংক্ষিপ্ত সভায় বিজ্ঞানী আইনস্টাইন ও আধুনিক শল্যচিকিৎসার জনক ইবনে রুশদ-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন ফাহমিদা তৈয়েবা, নাফিসা ইসমাত প্রমুখ। তিনজন বিচারকের রায়ের ভিত্তিতে শর্ট-ভিডিয়ো প্রস্তুতি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন নায়ীমুল হক। এই প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম হয়েছে রিমি সামন্ত (ক্লাস টেন), গোয়াই রামচন্দ্র পাল ইনস্টিটিউশন, হুগলি। বিষয়– পরিবেশ দূষণ রোধে অপ্রচলিত শক্তির ব্যবহার এবং মাহরিন তৈয়্যেবা (ক্লাস সেভেন), দিল্লি পাবলিক স্কুল, নিউ টাউন। বিষয়– অটো ওয়াটার ডিসপেন্সর।
দুজনকেই বিশেষ উপহার এবং অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সৌজন্য উপহারের কথা ঘোষণা করা হয়। এদিন সংক্ষিপ্ত সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট শিক্ষক ও অনুসন্ধান সোসাইটির সম্পাদক গৌরাঙ্গ সরখেল। হক মঞ্জিলের এই নয়া উদ্যোগকে স্বাগত জানান তিনি এবং ছাত্র স্বার্থে আগামী দিনে এ’ ধরনের উদ্যোগের আরো প্রসার ঘটানো উচিত বলে তিনি সকলকে দায়িত্ব নেওয়ার কথা বলেন। প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মনিরউদ্দিন আহমেদ।