দেশ 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী মনোভাব ও পুলিশের অত্যাচার আমাকে দল ছাড়তে বাধ্য করেছে : সৌমিত্র খান

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

বাংলার জনরব ডেস্ক : তৃনমূল সাংসদ সৌমিত্র খান রাতে বিদ্রোহ করেছিলেন বিষ্ণুপুরের এসডিপিও-র বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করার কথা বলেছিলেন । পরদিন বেলা ২টেতে তাঁকে দেখা গেল বিজেপির কেন্দ্রীয় পার্টি অফিসে । তিনি সেখানে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যোগ দিলেন গেরুয়া শিবিরে ।

এরপরেই দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল  যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ি করে বলেন , “দল ছাড়ার জন্য দায়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী মনোভাব ও পুলিশের অত্যাচার আমাকে দল ছাড়তে বাধ্য করেছে। আমাদের কোনও স্বাধীনতা নেই। দলের মধ্যে থেকে মানুষের জন্য কোনও কাজ করতে পারছি না। রাজ্যের গণতন্ত্র শেষ করে দিয়েছে তৃণমূল। আমাদের রাজ্যে পুলিশ রাজ চলছে। প্রতিদিন মানুষ খুন হচ্ছে। পাঁচ রাজ্যে ভোট হল। কই সেখানে তো কোনও ঝামেলা হল না। রাজ্যের এই অগণতান্ত্রিক পরিস্থিতি আর মেনে নিতে পারছি না।”

Advertisement

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যাকেও একহাত নেন সৌমিত্র খাঁ। বলেন, “তৃণমূল কংগ্রেস পিসি-ভাইপোর দলে পরিণত হয়েছে। পরিবারতন্ত্র চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের উন্নয়নের কোনও জায়গা নেই এই দলে।”

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − 11 =