কলকাতা 

দলীয় সাংসদ বিজেপিতে যোগ দেওয়ায়, অস্বস্তি কাটাতে দুই সাংসদকে বহিস্কার করল তৃণমূল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : হঠাৎ তৃণমূল সাংসদ সৌমিত্র খান বিজেপিতে যোগ দেওয়ায় বেশ খানিকটা অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস । সেই অস্বস্তি ঢাকতে কোনো কসুর করছে না তৃণমুল কংগ্রেস । তাই একইদিনে দুই সাংসদকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর পর এবার বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে বহিষ্কার করা হয়েছে। আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় একথা ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে অনুপমবাবুর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ ছিল। পার্থ চট্টোপাধ্যায় বললেন, “দলের নেত্রীর সাথে কথা বলে ওঁনাকে সরিয়ে দেওয়া হল।”

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এক বছর ধরে বিভিন্ন বিতর্কের জন্যে দলের সাথে তাঁর (অনুপম হাজরা) কোনওরকম সম্পর্ক নেই। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করলাম। দলের নেত্রীর সঙ্গেও কথা বললাম। তাঁকে সরিয়ে দেওয়া হল। একাধিকবার ফেসবুকে এমন এমন মন্তব্য করেছেন যা দলের নীতির বিরোধী। তাঁকে তাই আমরা সরিয়ে দিলাম।” সৌমিত্র খাঁর প্রসঙ্গে প্রশ্ন করা হলে পার্থবাবু বলেন, “যার দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই তার সম্পর্কে এসব বলে কী লাভ।”

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 + sixteen =