আন্তর্জাতিক 

‘‘আমেরিকানরা যত দিন না আমাদের সম্মান করছে, তত দিন পারস্পরিক শুল্ক থাকবে’’ কানাডার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে ট্রাম্পকে বার্তা মার্ক কার্নের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নে। তিনি জাস্টিন ট্রুডোর উত্তরসূরি লিবারেল দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে বসলেন।গত জানুয়ারিতে এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ট্রুডো। এত দিনে তাঁর দল নতুন প্রধানমন্ত্রী বাছল।

আর কুর্সিতে বসেই প্রতিবেশী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিলেন। কার্নে জানিয়েছেন, আমেরিকা থেকে হুমকি এলে তার মোকাবিলা করতে নতুন পরিকল্পনা প্রয়োজন।

Advertisement

উল্লেখ্য,ট্রুডোর ইস্তফার পর কানাডার লিবারাল পার্টির ১ লক্ষ ৪০ হাজাররে বেশি সদস্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন। তাতে ৮৫.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন কার্নে। রবিবার দায়িত্ব নিয়েই আমেরিকা প্রসঙ্গে কার্নে বলেন, ‘‘নতুন হুমকি এলে তো নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনা দরকার হয়। আমরা আরও নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব।’’ আমেরিকা তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে কানাডাও পাল্টা কর চাপাবে, সাফ জানিয়ে দিয়েছেন কার্নে। তিনি বলেন, ‘‘আমেরিকানরা যত দিন না আমাদের সম্মান করছে, তত দিন পারস্পরিক শুল্ক থাকবে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ