কলকাতা 

সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন জয়মাল্য বাগচি

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আর এক বঙ্গ সন্তান দেশের শীর্ষ আদালতে বিচারপতি পদে বসতে চলেছেন। কলকাতা হাইকোর্টে স্বনামধন্য বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করল কলেজিয়াম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০৩১ সালে জয়মাল্য বাগচি দেশের প্রধান বিচারপতি হতে পারেন। তবে সেই বছরের মে মাসে দায়িত্ব নিলেও অক্টোবরেই অবসর নেওয়ার কথা তাঁর। যদি সেটাই হয়, তাহলে জয়মাল্য বাগচিই আলতামাস কবীরের পর কলকাতা থেকে প্রধান বিচারপতি হবেন। এদিকে এদিন কলেজিয়াম কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশও করেছে।

জয়মাল্য বাগচি কলকাতা হাই কোর্টের বিচারপতি হন ২০১১ সালের ২৭ জুন। ২০২১ সালের ৪ জানুয়ারি তিনি অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারপতির দায়িত্ব পান। কিন্তু ৮ নভেম্বর ফের তিনি কলকাতা হাই কোর্টে ফেরেন। সেই থেকে তিনি কলকাতা হাই কোর্টের বিচারপতির দায়িত্বই পালন করছেন। এবার, সব মিলিয়ে ১৩ বছরেরও বেশি সময় হাই কোর্টের বিচারপতি থাকার পর তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত করার সুপারিশ করল কলেজিয়াম। সেক্ষেত্রে হাই কোর্টের প্রধান বিচারপতি পদে না বসেই শীর্ষ আদালতের বিচারপতি হতে চলেছেন তিনি।

Advertisement

কলেজিয়ামের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘দীর্ঘদিন হাই কোর্টের বিচারপতি থাকাকালীন জয়মাল্য বাগচি আইনের বিভিন্ন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতার অধিকারী হয়েছেন।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ