কলকাতা দেশ 

IGNOU বা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়-এর সারা দেশ জুড়ে ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠান

শেয়ার করুন

নায়ীমুল হক : সারা দেশ জুড়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠান উদযাপন হয়ে গেল ৫ ই মার্চ ২০২৫ , বুধবার। সমাবর্তন অনুষ্ঠানের মূল অনুষ্ঠানটি হয় সকাল ১১টায় দিল্লির বাবা সাহেব আম্বেদকর সভাগৃহে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই অনুষ্ঠানের পরেই দেশের সমস্ত রাজ্যের আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে কলকাতা আঞ্চলিক কেন্দ্রেও অনুষ্ঠিত হয়। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী সমাবর্তন ভাষণ দেন। কলকাতার অনুষ্ঠানটি হয় নেতাজি সুভাষ চন্দ্র বোস অডিটোরিয়ামে। কলকাতা আঞ্চলিক কেন্দ্রের বরিষ্ঠ অধিকর্তা ডঃ সুজাতা দত্ত হাজারিকা স্বাগত ভাষণ দেন। তিনি জানান সারা দেশে তিন লক্ষ তেরো হাজার সাতশো সত্তরের মধ্যে কলকাতা আঞ্চলিক কেন্দ্রে এগারো হাজার পাঁচশো উনিশ জন শিক্ষার্থী ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট নিয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি আরো বলেন, এবার কলকাতা আঞ্চলিক কেন্দ্র থেকে জয়দীপ দাস, রিয়া চৌধুরী, সায়ন্তি দাসকে ভালো ফল লাভের জন্য ইউনিভার্সিটি প্রদত্ত স্বর্ণ পদক লাভ করেন। প্রধান অতিথি অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, মুক্ত দূর শিক্ষার মাধ্যমে নানান বিষয় নিয়ে পাঠ গ্রহণ ও ডিগ্রি লাভের উপযোগিতা সম্বন্ধে শিক্ষার্থী দের অবহিত করেন। পরে আঞ্চলিক অধিকর্তা ডঃ সুজাতা দত্ত হাজারিকা শিক্ষার্থীদের ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট হাতে তুলে দেন। ইগনু র পক্ষে আঞ্চলিক কেন্দ্রের অধিকারিক সহ সমস্ত শিক্ষা বন্ধু কর্মীবৃন্দ অনুষ্ঠানটিকে সফল করতে এগিয়ে আসেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ