কলকাতা 

যাকাত ও সাদাকাহর সঠিক বিতরণ নিয়ে সেমিনার ও স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান আমানতের

শেয়ার করুন

কলকাতা, ১ মার্চ ২০২৫: পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে যাকাত ও সাদাকাহর সুষ্ঠু সংগ্রহ ও বিতরণ বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার, ১ মার্চ ২০২৫, সকাল ১০:৩০ মিনিটে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে। আমানত ফাউন্ডেশন ট্রাস্ট আয়োজিত এই সেমিনার ও স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে সমাজের বিশিষ্টজনেরা অংশ নেন।

রমজানকে স্বাগত জানিয়ে এবং শিক্ষাবৃত্তি বিতরণের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ, ট্রেজারার সাহিদ হোসেন সিদ্দিকী, জনসেবার প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ লাডলা, রাইট ট্রাকের সেক্রেটারী আশরাফ আলী, সাবেক এমপি ও সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, শ্রীশক্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুর রহিম, আমানত গ্লোবাল অ্যাকাডেমীর ডিরেক্টর মাওলানা জাকির হোসেন, ডব্লিউ বিএস অফিসার নায়িমূর রহমান, “আজ এখন” পত্রিকার সম্পাদক সুরমান আলী মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সেখ হায়দার আলী ও মহিউদ্দিন সরকারসহ অন্যান্য গুণী ব্যক্তিবর্গ, আমানত ফাউন্ডেশন ট্রাস্টের সদস্য ও কৃতী শিক্ষার্থীরা।

Advertisement

অনুষ্ঠানের সূচনা হয় কৃতী ছাত্রী নায়িমা বানুর কুরআন তিলাওয়াত ও বাঙলা ও ইংরেজি তর্জমা যথাক্রমে রাকিব হক ও আরিফ নাসরুল্লাহ মাধ্যমে। এরপর, মাওলানা জাকির হোসেন যাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, আর সাহিদ হোসেন সিদ্দিকী আমানত ফাউন্ডেশন ট্রাস্টের কার্যক্রম তুলে ধরেন।

চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম সাহেব বলেন, ১৯৮৮ সাল বায়তুল জাকাত, পরে আমানত জাকাত মিশন এবং এখন আমানত জাকাত ফাউন্ডেশন নামে দীর্ঘ 37 বছর ধরে নিয়মিত স্কলারশিপ বিতরণ করে আসছে। সুরমান আলী মণ্ডল দেশের বর্তমান পরিস্থিতি ও যাকাতের সঠিক বণ্টনের গুরুত্ব ব্যাখ্যা করেন। আশরাফ আলী শিক্ষার ভূমিকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলেদের ড্রপআউট সমস্যা নিয়ে কথা বলেন।

ডব্লিউ বিএস অফিসার নায়িমূর রহমান বলেন, “কলম পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র।” তিনি নারী শিক্ষা ও নারীদের উন্নতির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। আবদুর রহিম আল্লাহর দেওয়া আমানত সঠিক পথে ব্যয়ের কথা বলেন, আর আহমেদ হাসান ইমরান উচ্চশিক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন মানুষ নিজেদের দায়িত্ব ভুলে গেছে, তাদের নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নবী জীবনী ও ইসলামী বইপত্র পড়ত হবে। নারী শিক্ষার বিস্তার ঘটাতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে শতাধিক কৃতী, মেধাবী ও দুস্থ ছাত্র-ছাত্রীর হাতে স্কলারশিপ চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা রাকিব হক এবং তাঁকে সহযোগিতা করেন সাহিদ হোসেন সিদ্দিকী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ