জেলা 

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি :যথাযোগ্য মর্যাদায় রাজ্যের সর্বত্র উদযাপিত হোলো ২১ ফেব্রুয়ারি, ভাষা দিবস।

শহরের পাশাপাশি মফস্বল শহর ও বাংলার বহু শিক্ষাক্ষেত্রে, ক্লাবে, মানুষের সম্মিলিত প্রয়াসে ২১ উদযাপিত হোলো।

Advertisement

এবারের ২১ উদযাপন একটু অন্যরকম পরিস্থিতিতে উদযাপিত। ইতিমধ্যে বাংলাদেশে জমাত শিবিরের হুমকির

মধ্যে ভাষা দিবসে শহিদ স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হোলো।

এদেশেও, এ রাজ্যে সেই বিষাদ ও ক্ষোভ আঁচ পাওয়া গেল বিভিন্ন বক্তাদের বক্তব্যে।

বারুইপুরের চম্পাহাটিতে এদিন মুক্তধারা আয়োজিত ২১ এর আত্মবলিদান স্মরণে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক কিন্নর রায়, গালিব ইসলাম, শুক্লা ভুঁইমালী, সুমন্ত দাস ও ভাঙরের জমি আন্দোলনের বিশিষ্ট নেতা মির্জা হাসান ও সমাজসেবী অলীক চক্রবর্তী প্রমুখ।

অলীকবাবু এদিন আজকের পরিস্থিতিতে ভাষা দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন।সঙ্গীত পরিবেশন করেন সলিল ঘোষাল, স্বপন চক্রবর্তী ও অনিন্দিতা চক্রবর্তী প্রমুখ।

একুশ ফেব্রুয়ারি কমিটির উদ্যোগে বারুইপুরের সাউথ গরিয়ায় ভাষা শহিদের স্মৃতিতে মাল্যদান করেন বর্ষীয়ান ডাক্তার অরুণ কুমার ভট্টাচার্য এবং আজকের প্রেক্ষিতে আন্তর্জাতিক ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীর কুমার সাহা।

এদিন শিক্ষক ছাত্র ছাত্রীদের উপস্থিতি লক্ষ্যনীয় হয়ে ওঠে। মুক্তধারার অনুষ্ঠানে ” আর না তিলোত্তমা ” নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তধারার পক্ষে শ্যামলীমা মিত্র।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ