মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিও অনলাইনে! তদন্তে যোগীর পুলিশ
বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। আর এই মহাকুম্ভ মেলায় যোগ দিতে কোটি কোটি মানুষ যাচ্ছেন। গঙ্গায় স্নান করছেন অভিযোগ উঠেছে মহিলাদের স্নানের ভিডিও দেদার বিক্রি হচ্ছে অনলাইনে।এমন খবর প্রকাশ্যে আসতেই কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন। ইতিমধ্যেই দুটি সোশাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
বুধবার এনিয়ে একটি বিবৃতি দেয় মহাকুম্ভের দায়িত্বে থাকা পুলিশ টিম। জানানো হয়, তাদের সোশাল মিডিয়া সেল গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। ভালো করে সমস্ত কিছু খতিয়ে দেখার পর কয়েকটি অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে। যারা এমন কিছু ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়েছে যাতে মহাকুম্ভের গরিমা ক্ষুণ্ণ হচ্ছে। পুণ্যার্থীদের গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে। এটা খুবই উদ্বেগের বিষয়। ওই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে মহাকুম্ভ মেলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি, একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ, সেখান থেকে আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়েছিল। সঙ্গে সঙ্গে কুম্ভ কর্তৃপক্ষ যোগাযোগ করে মেটার সঙ্গে। অনুরোধ করা হয়, যেন ওই অ্যাকাউন্টে হোল্ডারের সমস্ত তথ্য জানানোর জন্য। এরপর ১৯ ফেব্রুয়ারি একই অভিযোগে একটি টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়। তদন্তে নামে পুলিশ। আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে বলেই খবর। উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমারও কড়া আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।