কেরলের মালাপ্পুরমে বাজি ফেটে আহত ৩০
বাংলার জনরব ডেস্ক : কেরলের মালাপ্পুরমে বাজি ফেটে ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রচুর বাজি আনা হয়েছিল সেই বাজি ফেটেই এই দুর্ঘটনা বলে প্রশাসন সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, ফুটবল ম্যাচ শুরুর ঠিক আগে বাজি ফাটিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। তখনই বিপত্তি ঘটে। পর পর বাজি ফেটে অগ্নিকাণ্ড হয়। দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বাজি ফেটে এবং পদপিষ্ট হয়ে বেশ কয়েক জন জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করা হয়েছিল। অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ৩০ জনের জখম হওয়ার খবর মিলেছে। প্রাথমিক চিকিৎসার পরে সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।
এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ফুটবল মাঠে বাজি ফেটে একটি দুর্ঘটনা হয়েছে। বাজি ফেটে ছিটকে দর্শকদের বসার জায়গায় পড়েছিল। তাতে বেশ কয়েক জন আহত হয়েছেন। তবে কেউ-ই গুরুতর জখম হননি।’’
জানা গিয়েছে, ইউনাইটেড এফসি নিল্লিকুঠ এবং কেএমজি মাভুর নামে দুটি ফুটবল টিম খেলতে নেমেছিল মালাপ্পুরমের একটি মাঠে। কিন্তু খেলা শুরুর আগেই বিপত্তি ঘটে।