কলকাতা 

বাজেটে চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের, তবে পে কমিশনের কোন খবর নেই!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী পয়লা এপ্রিল থেকে রাজ্যের সরকারি কর্মচারী আধা সরকারি কর্মচারী শিক্ষক-শিক্ষিকাদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এ বাড়ানো হলো বলে আজ বুধবার বিধানসভায় বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এ বারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ‘পূর্ণাঙ্গ বাজেট’। তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের আশা ছিল বড় অঙ্কের মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণার। তাঁদের অঙ্ক ছিল, বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে। তার ভিত্তিতেই সরকারি কর্মচারীরা মনে করছেন, তাঁদের মন পেতে বাজেটে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারে সরকার।

Advertisement

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় সরকারের কর্মীদের অষ্টম পে কমিশন ঘোষণা করার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং ডিএর মধ্যে পার্থক্য উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধির পথে। তাতেই ডিএ নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি আরও জোরালো হয়েছিল। ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে। তাই রাজ্য বাজেটে তাঁদের জন্য বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারকে অতিরিক্ত কিছু ভাবতে হয়েছে বলে মনে করছে প্রশাসনের একাংশ।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছিলেন ১৪ শতাংশ হারে। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে এই ‘উল্লেখযোগ্য’ ফারাকের কথা তুলে ধরছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে কিছুটা চাপ তৈরি হয়েছিল নবান্নের উপর। এই পরিস্থিতিতে বুধবার ডিএ বাড়িয়ে ১৮ শতাংশ করার ঘোষণা করল মমতার সরকার।

তবে রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র চার শতাংশ ডি এ বৃদ্ধি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাছাড়া কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন তৈরির কথা ঘোষণা করলেও রাজ্য সরকার পে-কমিশ ন তৈরির কথা ঘোষণা না করায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ তীব্র হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ