জেলা 

বহরমপুরের সলুয়াডাঙা উচ্চ বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বৃহস্পতিবার বহরমপুরের সলুয়াডাঙা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কুচকাওয়াজের মাধ্যমে খেলার সূচনা হয়।উপস্থিত ছিলেন বিধায়ক হাসানুজ্জামান সেখ (বেলডাঙ্গা-১) এবং জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সেলিম মহম্মদ সালেহ, সমাজসেবী হাবিবুর রহমান হাসু সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় মোট ৪৪টি ইভেন্টে শতাধিক পড়ুয়া অংশ নেয়। প্রত্যেক ইভেন্টের স্থানাধিকারীদের খাগড়ার বিখ্যাত কাঁসার থালা পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি জিয়াউর রহমান বলেন, পড়ুয়াদের সুনাগরিক হিসাবে কাউকে গড়ে তুলতে গেলে লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও মন থাকা দরকার। সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে প্রতি বছর এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়।প্রতিযোগিদের প্রায় সত্তর হাজার টাকার উপহার সামগ্রী তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কামাল বলেন, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিতে এই বিদ্যালয়ের কালচারাল দিকটা প্রায় উপেক্ষিত রয়েছে। কিন্তু খেলাধূলা বিষয়টি এলাকায় একটা আলাদা মাত্রা পায়।এতদাঞ্চলে এই বিদ্যালয়ের মতো এতো বড়ো বাজেটের বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা সচরাচর খুব কম হয়। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি ভালো ভাবে করতে পারি।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ