শুধু গড়াইমারী হাসপাতাল নয়, রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর পূর্ণ সংস্কারে অঙ্গীকারবদ্ধ এসডিপিআই : ডা. কামাল বাসিরুজ্জামান
১৭ সেপ্টেম্বর ২০২৫, কলকাতা : দীর্ঘ তিন বছরের ধারাবাহিক আন্দোলনের ফলস্বরূপ অবশেষে মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের গড়াইমারী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ১,৪২,৪৭,৬৯৪ টাকা অনুমোদন করেছে।
এই প্রসঙ্গে আজ রাজ্য দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে এসডিপিআই-এর রাজ্য সাধারণ সম্পাদক ডা. কামাল বাসিরুজ্জামান বলেন—

“শুধু গড়াইমারী হাসপাতাল নয়, রাজ্যের সমস্ত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ও জনপরিকাঠামোর পূর্ণ সংস্কারের জন্য এসডিপিআই আন্দোলনকে অন্যতম পথ বলে মনে করে।”
তিনি ডোমকল বিধানসভার গড়াইমারী এলাকার মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন—
“এসডিপিআই-এর নেতৃত্বে থেকে জনগণ যেভাবে নানান বাধা অতিক্রম করে নিজেদের অধিকার অর্জন করেছে, তা বাংলার আন্দোলন ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। কোনো সরকার আন্দোলন ছাড়া অধিকার দেয় না। তাই ভিক্ষা নয়, সুস্থ, সুন্দর, দুর্নীতিমুক্ত রাজ্য গড়ে তুলতে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং অধিকার ছিনিয়ে নিতে হবে।”
সংবাদ সম্মেলনে এসডিপিআই-এর রাজ্য সহ-সভাপতি আবদুল কাইউম খান দলের ক্ষুধা ও ভয়মুক্ত সমাজ গড়ার স্লোগানকে সামনে রেখে নীতি, আদর্শ, আন্দোলনের গতিপথ এবং সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন।
এছাড়া রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মন্ডল সাংবাদিকদের সামনে তুলে ধরেন গড়াইমারী হাসপাতাল পূর্ণ সংস্কারের দাবিতে এসডিপিআই এ পর্যন্ত কী কী সংগ্রামী ভূমিকা নিয়েছে। তিনি বলেন—
“গড়াইমারীর ভূমিপুত্র, রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম-এর নেতৃত্বে হাসপাতাল সংস্কারের দাবিতে যখন পথ অবরোধ হয়, তখনই তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশ উপস্থিতিতেই আক্রমণ চালায়। পরে পুলিশ তাঁকে এবং আরও ১১ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে গেলেও, এসডিপিআই-এর আপসহীন সংগ্রামকে দমিয়ে রাখা যায়নি। আজকের এই অনুমোদন সেই সংগ্রামের ফল।”
তিনি আরও জোর দিয়ে বলেন—
“বিল্ডিং সংস্কারের অর্থ অনুমোদন হলেও এখনও বাকি তিনটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হয়নি। জরুরি ভিত্তিতে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগ চালু করা, হাসপাতাল পর্যন্ত রাস্তা সংস্কার করা এবং চিকিৎসক-চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা—এই দাবিগুলি দ্রুত বাস্তবায়িত করতে হবে।”