জেলা 

স্পোর্টস অ্যাকাডেমি শুরু হল হাওড়ার প্রাইমারি স্কুলে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : হাওড়া জেলার জগৎবল্লভপুর চক্রের অন্তর্গত ঝিংরা স্পেশ্যাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যাবস্থা করা হয়েছে পড়াশুনার বাইরে যোগা, জিমন্যাস্টিক ও স্পোর্টস এর জন্য আলাদা ট্রেনিং। আজ ১৫ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে স্পোর্টস্ অ্যাকাডেমি শুরু হল। ছাত্র ছাত্রীদের বহুমুখী প্রতিভাকে ধরে রাখতে আগামী দিনে কেরিয়ার গঠনের সহযোগিতার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ জামিল মনোয়ার ও সহকারী শিক্ষিকা লাবনী পাল জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানত নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর বাচ্চারাই পড়াশোনা করে। বেসরকারি বিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও সরকারি বিদ্যালয়ে নেই। তাই শিক্ষক শিক্ষিকা, অভিভাবক / অভিভাবিকা ও বিভিন্ন শিক্ষানুরাগীর সহয়তায় এই সমস্ত ট্রেনার দের মাসিক মাইনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। প্রধান শিক্ষক জামিল মনোয়ার বিদ্যালয়ের সহায়তার জন্য বিভিন্ন শিক্ষা প্রেমী মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেছেন।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ