জেলা 

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে সবলা মেলা ধনিয়াখালিতে

শেয়ার করুন

শেখ সিরাজ , হুগলি :- পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে এবং হুগলি জেলা প্রশাসন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ২৮ শে জানুয়ারি মঙ্গলবার হুগলী জেলা সবলা মেলার অনুষ্ঠানিকভাবে সূচনা হল ধনিয়াখালি নতুন বাসস্ট্যান্ডে ।

এদিন মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য I এছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র ,হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, মহকুমা শাসক হুগলি সদর স্মিতা সান্যাল , ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক, সহসভাপতি সৌমেন ঘোষ , বিডিও রাজর্ষি চক্রবর্তী , জেলা এস . এইচ. জি. এস. ঈ অফিসার মাসুদুর রহমান সহ একাধিক প্রশাসনিক ও আধিকারিকগন I এই মেলা চলবে ৩ রা ফেব্রুয়ারি পর্যন্ত I প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৮ টা পর্যন্ত মেলায় হুগলি জেলার যশস্বী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করছেন I মূলত জেলার প্রান্তিক অঞ্চলের শিল্পীদের কাজের প্রদর্শনী হল এই সবলা মেলা I প্রশিক্ষিত শিল্পীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এই ধরনের মেলার আয়োজন করে আসছে রাজ্য সরকার I নিজেদের কাজ শুধু দেখানোই নয় , এখানে একজন শিল্পী তাঁর শিশুকর্ম সরাসরি বিক্রি করার সুযোগ ও পাচ্ছেন I জেলার হস্তশিল্পের মোট ৪০ টি স্টল ধনিয়াখালির এই মেলায় রয়েছে I

Advertisement

এখানে রয়েছে খেলার সাথী স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের নিজের হাতে তৈরী জিনিসপত্র, যেমন মাছের আঁশের তৈরি নানারকমের গহনা , মেমেন্টো , এছাড়াও সফট টয়েস এর তৈরী যাবতীয় জিনিস I ধনিয়াখালির মালা মাসরুম হাউস , মল্লিকপুর সমবায়ের এস . এইচ. জির হস্তশিল্প ছাড়াও খাবারের স্টল , ফুড স্টল, বিভিন্ন রকমের পিঠে, হাতে তৈরি বিভিন্ন ডালের বড়ি, ধূপ প্রভৃতি হস্তশিল্পের স্টল রয়েছে I সপ্তাহব্যাপি এই মেলাকে ঘিরে এলাকার মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো I


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ