আন্তর্জাতিক 

সাহায্য বন্ধ করলেও রোহিঙ্গাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মোহাম্মদ ইউনুস

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ইসরাইল ও মিশর বাদে অধিকাংশ দেশকে আর্থিক সাহায্য বন্ধ করে দিলেও বাংলাদেশকে আর্থিক সাহায্য দিতে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আর্থিক অনুদান বন্ধ করা হচ্ছে না বলে মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়ে দিয়েছে। অন্যান্য খাতে অনুদান বন্ধ হলেও বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য অনুদান বন্ধ হচ্ছে না বলে যে সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে তাতে খুশি বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার।

বাকি সব অনুদান আমেরিকা আপাতত বন্ধ রাখলেও রোহিঙ্গাদের জন্য অনুদান চালু রাখায় কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ। কারণ, মায়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং তার সমাধান অন্যতম একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে ইউনূস প্রশাসনের কাছে। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম রবিবার জানিয়েছে, ২০২৪ সালে ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশে এখনও মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এই পরিস্থিতিতে আমেরিকার প্রশাসন রোহিঙ্গাদের জন্যও সাহায্য বন্ধ করে দিলে এই ব্যয়ভার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর গিয়ে পড়ার প্রবল সম্ভাবনা ছিল।

Advertisement

সুইজ়ারল্যান্ডের ডাভোসে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর পার্শ্ববৈঠকেও রোহিঙ্গা-সঙ্কট নিয়ে আলোচনা সেরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। ইউনূসের প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে সহযোগিতা চেয়েছেন। এ বছরের সেপ্টেম্বরে রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনও আয়োজন করতে চায় বাংলাদেশ। শফিকূল জানান, রাষ্ট্রপুঞ্জের সহযোগিতায় এই সম্মেলন আয়োজিত হবে এবং বিশ্বের ১৭০টি দেশ তাতে যোগ দিতে পারে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ