বুধবার আরজি কর মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে
বিশেষ প্রতিনিধি : বুধবার আরজি কর মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে। মামলাটি আগামী বুধবার শুনবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। ওই দিন দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার কথা। আরজি কর মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দোষীর ফাঁসির দাবিতে কলকাতা হাই কোর্টে মামলাও করেছে রাজ্য সরকার। রাজ্যের সেই আবেদনকে চ্যালেঞ্জ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। ২৯ জানুয়ারি মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ।
আরজি কর মামলায় সঞ্জয়কে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে গত শনিবার। তার পর সোমবার তাঁর শাস্তি ঘোষণা করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবারই কলকাতা হাই কোর্টে মামলা করে রাজ্য সরকার। তাদের বক্তব্য, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড প্রাপ্য। হাই কোর্টে রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে সিবিআই।