প্রচ্ছদ 

বিনামূল্যে চক্ষু পরিক্ষা শিবির ও চশমা বিতরণ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সঙ্ঘের সিদ্ধিবেড়িয়া গ্রামীন সেবাকেন্দ্র ও ডিটিসি প্রোজেক্ট প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে সুন্দরবনের সিদ্ধিবেড়িয়া অঞ্চলে বিনামূল্যে প্রায় কয়েকশো মানুষের চক্ষু পরিক্ষা করা হয়। এই কাজে সহযোগীতা করার জন্যে সম্মান প্রদান করা হয় ডিটিসি প্রোজেক্ট প্রাইভেট লিমিটেড র সি এস আর ম্যানেজার জয়জিৎ মুখার্জি কে। তিনি বলেন, সংস্থার পক্ষ থেকে অমিতাভ দত্ত এবং ডিটিসি প্রোজেক্ট র কর্ণধার আয়ুষ জালানের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়।

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সারা বছর ধরেই তারা সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার মানুষের উন্নয়নে কাজ করে চলেছেন। তাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন।

Advertisement

সিদ্ধিবেড়িয়া গ্রামীন সেবাকেন্দ্রের নির্দেশক সতিনাথ হালদার বলেন, দিদ্ধিবেড়িয়ে খুবই পিছিয়ে পড়া একটি অঞ্চল। এদিন আশপাশের প্রায় ৫০ টি গ্রামের মানুষকে পরিষেবা দেওয়া হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ