এটিএম ক্যাশ ভ্যানের নিরাপত্তা রক্ষীকে গুলি করে খুন করে ৯৩ লক্ষ টাকা লুট করল দুই দুষ্কৃতী!
বাংলার জনরব ডেস্ক : ব্যাংক থেকে এটিএম কাউন্টারে টাকা নিয়ে যাওয়ার সময় এটিএম ক্যাশ ভ্যানের নিরাপত্তার রক্ষীকে গুলি করে খুন করে ৯৩ লক্ষ টাকা লুট করে পালালো দুই ডাকাত। কর্নাটকের বিদায় শহরে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটে।ঘটনা এখানেই শেষ নয়, এর পরে অভিযুক্ত ওই দুই ডাকাত আরও এক ব্যক্তির উপর গুলি চালায়। তিনি একটি বেসরকারি পরিবহণ সংস্থার ম্যানেজার হিসেবে কাজ করেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় গোটা হায়দরাবাদ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কর্নাটকের বিদার শহরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান শাখার সামনে একটি এটিএম রিফিল করার সময়ে ক্যাশ ভ্যানে ডাকাতি হয়। ওই সময় ডাকাতরা এক নিরাপত্তারক্ষী গিরি বেঙ্কটেশকে গুলি করে খুন করে এবং অন্য রক্ষী শিবকুমারকে গুরুতর আহত করে।
পুলিশ জানায়, ডাকাতরা গুলি চালানোর আগে নিরাপত্তারক্ষীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা ডাকাতদের থামানোর চেষ্টা করে, পাথর ছোড়ে, তাদের ধরতেও চায়। কিন্তু শেষমেষ তারা পালিয়ে যায়।
এর পরে দ্বিতীয় ঘটনাটি ঘটে হায়দরাবাদের আফজলগঞ্জ এলাকায়। পুলিশ জানিয়েছে, ডাকাতরা লুঠের টাকা নিয়ে রায়পুর যাবে বলে ঠিক করে। তারা একটি মোটরবাইকে চেপে হায়দরাবাদে আসে এবং বেসরকারি ট্র্যাভেল এজেন্সির অফিসে বাসের টিকিট কাটতে যায়। সেখানেই ঘটে যায় বিপত্তি। কারণ ওই ডাকাতদের দেখে সন্দেহ হয় ট্র্যাভেল এজেন্সির।
ট্রাভেল এজেন্সির মালিক রাইস আহমেদ জানান, দুপুর সাড়ে তিনটে নাগাদ ওই দুই ব্যক্তি অফিসে আসে, তাদের একজন নিজেকে অমিত কুমার নামে পরিচয় দেয়। তাদের বাস সন্ধ্যা ৭টায় ছাড়ার কথা ছিল। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক মনে হয় রাইসের।
তিনি বলেন ‘কোনও যাত্রীর গতিবিধিতে অস্বস্তি লাগলে আমরা সাধারণত ব্যাগ তল্লাশি করি। এই ক্ষেত্রেও আমাদের ম্যানেজার জাহাঙ্গীর তাদের ব্যাগ খুলতে বললে, অভিযুক্তরা কিছু টাকা বের করে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। কিন্তু জাহাঙ্গীর ব্যাগ দেখার জন্য চাপ দিলে তারা তার ওপর গুলি চালায় এবং পালিয়ে যায়।’
জাহাঙ্গীরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন রাইস আহমেদ। দুই ডাকাতের খোঁজে তল্লাশি চলছে গোটা এলাকায়।