জেলা 

বজবজে রক্তদান, স্বাস্থ্য শিবির ও শীতবস্ত্র বিতরণে নজির গড়ল গোবরঝুড়ি জনকল্যাণ কমিটি

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা: বজবজের বুইতা পঞ্চায়েতের অন্তর্গত গোবরঝুড়িতে রোববার এক মহতী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হলো। গোবরঝুড়ি জনকল্যাণ কমিটি-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রক্তদান শিবির, চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কোঠারি মেডিকেল সেন্টার ব্লাড ব্যাংক-এর সহযোগিতায় আয়োজিত রক্তদান শিবিরে প্রায় ১৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি, চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাজারেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা নেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে, সন্ধ্যায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ১০০-এরও বেশি দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শংকর ঘোষাল, এবং পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সেখ আবদুল হামিদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজিত সরদার ও আশুরা বিবি, বুইতা পঞ্চায়েতের প্রধান অশোক কুমার বর্মন, এবং পঞ্চায়েত সদস্য ক্রিশানু যাশু, আমিরুল ইসলাম (লালা) ও সেখ সাইফুদ্দিন। বিশিষ্ট সমাজসেবী সেখ বাবলু, সাজিরুল ইসলাম, এবং আরও অনেকে এই উদ্যোগে সামিল হন।

গোবরঝুড়ি জনকল্যাণ কমিটি-র এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসিত হয়েছে এবং মানবসেবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ