Voter List : প্রকাশিত হলো রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা, লাখ লাখ ভোটারের নাম বাদ! আপনার নাম আছে তো?
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এই তালিকা থেকে প্রায় সাত লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তবে তালিকায় যুক্ত হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার নতুন ভোটারের নাম।
সূত্রের খবর নতুন ভোটার তালিকা থেকে যে ৭ লক্ষ ভোটারের নাম বাদ গেছে তাদের মধ্যে চার লক্ষ ভোটার নিষ্ক্রিয় ছিল বলে কমিশন জানিয়েছে। আবার এর মধ্যে অধিকাংশ ভোটারের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য রাজ্যে চলে গেছেন এমন ভোটারের সংখ্যা প্রায় তিন লাখ বাদ গেছে। একই সঙ্গে দেখা যাচ্ছে, ৯ হাজারের কিছু বেশি ভোটারের নাম দুই জায়গায় নথিভুক্ত ছিল সেগুলোকে বাদ দিয়েছে কমিশন। সব মিলিয়ে ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। যদিও রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল যে ১৭ লক্ষেরও বেশি ভোটারের নাম দুই জায়গায় আছে। অর্থাৎ দুটি এলাকায় ভোটার তালিকায় নাম রয়েছে।বিজেপির দাবি ছিল, এর মধ্যে একই সচিত্র পরিচয়পত্র কিন্তু আলাদা আলাদা জায়গায় নাম আছে, এমন সংখ্যা ৩২ হাজার ৮৮৬। অনেক ক্ষেত্রে মৃত ভোটারদেরও নাম তালিকা থেকে বাদ পড়েনি বলে অভিযোগ জানায় বিজেপি। কিন্তু বিজেপি এই অভিযোগ করলেও কমিশন সবকিছু তদন্ত করার পর ৯১৩০ জনের নাম বাদ দিয়েছে।
এ বারের চূড়ান্ত ভোটার তালিকায় রাজ্যে মোট ভোটার রয়েছেন ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩ জন। মহিলা ভোটার ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৮১১ জন। বর্তমানে দেশে চার বার ভোটার তালিকায় নাম সংযোজন-বিয়োজন করা হয়। এর পরে এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসে পুনরায় এই প্রক্রিয়া হবে।
ভোটার তালিকায় আপনাদের নাম আছে কিনা পাঠক বর্গ নিজেরা ভোটকেন্দ্রে গিয়ে মিলিয়ে নিতে পারেন।। একজন সুস্থ নাগরিকের এই কাজটা করা কর্তব্য বলে আমরা মনে করি।