জেলা 

শিবাই চন্ডীতে সার্ভেয়ারর্স এ্যাসোশিয়েশনের সম্মেলন

শেয়ার করুন

শেখ সিরাজ:- ধনিয়াখালি থানার শিবাইচন্ডীতে ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লোয়েড ল্যান্ড সার্ভেয়ারর্স এ্যাসোশিয়েশনের ধনিয়াখালি থানা ৫ ম সম্মেলন হয়ে গেল। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সেখ আসগর আলি। প্রতিবেদনের উপর আলোচনা করেন রাজ্য কমিটির কোষাধ্যক্ষ পাঁচু কোদালী, হুগলি জেলা সভাপতি সেখ আলাল হুদা , সম্পাদক স্বপনদাস, প্রশান্ত কুমার জানা, গৌরাঙ্গ চক্রবর্তী প্রমুখ।

সারা রাজ্যে ২৩টি জেলায় ৫০০০ সদস্য রয়েছেন এই এ্যাসোশিয়েশনে। সার্ভেয়ারর্সদের নানা সমস্যা নিয়ে সম্মেলনে আলোচনা হয়। সম্মেলনে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক, সাংবাদিক ও কবি শেখ সিরাজ এবং সংগঠনের বীরভূম জেলা সভাপতি বিপুল বিহারী সাঁই ।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ