কলকাতা 

দশঘরা সংস্কৃতি মেলা, চিত্রকর্মশালা ও কবিতা উৎসব -২০২৪     

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি  :  হুগলি জেলার দশঘরায় বছরের শেষ দিনে সারাদিন ধরে অনুষ্ঠিত হয়ে গেল “দশঘরা সংস্কৃতি মেলা, চিত্র কর্মশালা ও কবিতা উৎসব -২০২৪ “। আয়োজনে কবি অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় এবং কথাকলি বাচিক পরিবার। সঙ্গীত শিল্পী বিজন গঙ্গোপাধ্যায় এর বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক ও কবি সেখ সিরাজ। প্রায় ১০০ জন কবি, চিত্র শিল্পী, আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, টিভি সিরিয়ালের অভিনেত্রী ও কথাবলা পুতুল এর অসাধারণ পরিবেশন ছিল এই অনুষ্ঠানের মুখ্য আয়োজন।

প্রখ্যাত কবি হিসাবে উপস্থিত ছিলেন অপূর্ব কুমার কুন্ডু, রূপক চট্টরাজ, সুখেন্দু মজুমদার, হাননান আহসান, সমর পাল, উৎপল কুমার ধারা, পবিত্র চট্টোপাধ্যায়, শক্তিপদ পন্ডিত, চন্দন আচার্য, অমিত চট্টোপাধ্যায়, রাজীব ঘাঁটি, স্বপন কুমার রায়, স্বপন চক্রবর্তী, তপন কুমার বিজলী, বসন্ত পরামানিক, স্বপন কুমার বিজলী, ধীরেন সুর, অমিতা পাল, শুক্লা বুলবুলি, বিনয়েন্দ্র কিশোর দাস, কেশবরঞ্জন, সুমন বিশ্বাস, পান্ডু বিশ্বাস, সজল বন্দ্যোপাধ্যায়, তাপস বাগ, বিজন দাস, সায়ন তালুকদার, অমিতাভ ঘোষ, কাশীনাথ মোদক সহ অনেকে। প্রখ্যাত চিত্র শিল্পী প্রদীপ প্রধান, এ্যালবার্ট অশোক, বিকাশ কুন্ডু , বিশিষ্ট আবৃত্তি শিল্পী প্রবীর ব্রহ্মচারী, অঞ্জল চট্টোপাধ্যায়, অর্পিতা বন্দ্যোপাধ্যায়, বিজয় নারায়ণ হাজরা, সঙ্গীতা চৌধুরী , সুপরিচিত সঙ্গীত শিল্পী পল্লবী বন্দ্যোপাধ্যায়, ব্রজকিশোর বন্দ্যোপাধ্যায়, টিভি সিরিয়ালের অভিনেত্রী বিদিশা গঙ্গোপাধ্যায় ছিলেন এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ । তরুচ্ছায়া নৃত্যালয় এর নৃত্য পরিবেশন দর্শককে মুগ্ধ করে।

Advertisement

কথাকলি বাচিক পরিবার এর উপস্থাপনায় কবিতা কোলাজ অগণিত দর্শকবৃন্দকে মুগ্ধ করে তোলে। সঞ্চালনায় শাশ্বতী রায় এবং টিটা ইসলাম পারদর্শিতার ছাপ রেখে দেন। প্রায় ১৫০ ছাত্র ছাত্রী বসে আঁকো তে অংশ নেয়। সুন্দর চিত্র প্রদর্শনী অনুষ্ঠান প্রাঙ্গণকে আলোকিত করে তোলে। বছরের শেষ দিনে এতো দর্শকের সমাগমে অনুষ্ঠানস্থল অবর্ণনীয় আনন্দে মুখরিত হয়ে ওঠে। প্রখ্যাত দুই কবি শ্রী রূপক চট্টরাজ এবং শ্রী বিনয়েন্দ্র কিশোর দাস কে কথাকলি বাচিক পরিবার এর পক্ষ থেকে ” আলোর কবি ” সম্মানে সম্মানিত করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ