কলকাতা 

শুক্রবার সকাল থেকে আর্থিক প্রতারণা মামলায় কলকাতার বিভিন্ন প্রান্তে ইডি হানা!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : শুক্রবার সকাল থেকেই আর্থিক প্রতারণা মামলায় কলকাতার বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাদার্ন অ্যাভিনিউ ও বালিগঞ্জের দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।

চলতি সপ্তাহেই একটি নামী স্টিল সংস্থার কর্ণধার সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে প্রায় ছ’হাজার কোটির ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ ছিল। প্রায় চার কোটি টাকার সোনার গয়না উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি বিদেশি গাড়িও।

Advertisement

২০২২ সালে এসবিআই-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি। জানা যায়, ঝারখণ্ডের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপের ঘটনা ঘটেছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন মহিলা অফিসাররাও।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ