Recruitment Corruption Case : ইডির ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ আদালতের, আজও নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন হল না !
বাংলার জনরব ডেস্ক : বুধবারও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করতে পারল না সিবিআই। এনিয়ে ইডির ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করল আদালত। আদালতের কথায়, ‘ ইডি নিজেদের দায়িত্ব পালন করছে না’।
ক্ষুব্ধ বিচারককে এও বলতে শোনা যায়, ‘হস্টেলের ছাত্রের মতো পরীক্ষার ১০ মিনিট আগেই ঘুম থেকে উঠে জামা, পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না!” একই সঙ্গে আদালত এও জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই আদালতে উপস্থিত না হলে জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
ইডির বিশেষ আদালতে চলেছে নিয়োগ মামলার শুনানি। এদিন চার্জ গঠনের কথা ছিল। নিয়োগ মামলায় ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন একাধিক অভিযুক্ত। এদিন আদালতে তাঁদের অনেকেই উপস্থিত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারক।
বস্তুত, জামিনে মুক্তদের সময়ে নোটিস না দেওয়া নিয়ে এদিন ইডির ভূমিকারও তীব্র সমালোচনা করেন বিচারক। আদালতে তিনি বলেন, ইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রত্যেককে মামলার কপি দিতে পারেনি। অনেকেই মামলায় জামিন পেয়ে গিয়েছে। সকলের উপস্থিতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। এরপরই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া এদিন স্থগিত করে দেন বিচারক।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রীর জামাইয়েরও। আদালত সূত্রের খবর, তিনি বিদেশে রয়েছেন। ফলে তিনি আদালতে উপস্থিত না হলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেলেই থাকতে হবে বলে এদিন স্পষ্ট করেছেন বিচারক।