Priyanka Gandhi : ‘বেকার যুবকদের যুদ্ধবিধ্বস্ত ইসরাইলে পাঠানো কোনও সাফল্য নয়, বরং এটি লজ্জার’ : প্রিয়াঙ্কা গান্ধী
বাংলার জনরব ডেস্ক : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কটাক্ষের জবাব দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের এই সাংসদ বলেন, ‘যুবকদের যুদ্ধক্ষেত্রে পাঠানো কোনও সাফল্য নয়, বরং এটি লজ্জার বিষয়।’
মঙ্গলবার, পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে যোগী আদিত্যনাথ প্রিয়াঙ্কা গান্ধীকে আক্রমণ করে বলেন, ‘একজন কংগ্রেস নেত্রী পার্লামেন্টে প্যালেস্তাইন লেখা একটি ব্যাগ নিয়ে ঘুরছিলেন। আর আমরা উত্তরপ্রদেশের যুবকদের ইজরায়েলে কাজের জন্য পাঠাচ্ছি।’ তিনি জানান, ইজরায়েলে পাঠানো ৫,৬০০ যুবক নির্মাণশিল্পে কাজ করছেন এবং তাঁরা মাসে দেড় লক্ষ টাকা করে উপার্জন করছেন।
এর পাল্টা প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘যাঁরা উত্তরপ্রদেশের যুবকদের যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে কাজের জন্য পাঠাচ্ছেন, তাঁরা এটি নিজেদের সাফল্য বলে দাবি করছেন। অর্থাৎ রাজ্যের বেকারত্ব পরিস্থিতি সম্পর্কে সরকারের কোনও ধারণা নেই।’
প্রিয়াঙ্কা অভিযোগ করেন, ‘ইজরায়েলে কাজ করতে যাওয়া যুবকরা নিজেদের জীবন বাঁচাতে বাঙ্কারে লুকিয়ে রয়েছেন এবং কোম্পানিগুলি তাঁদের শোষণ করছে। তাঁদের পরিবার সবসময় আতঙ্কে থাকে। চাকরির অভাবে যুবকদের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া লজ্জার কথা।’
যোগী আদিত্যনাথ যদিও দাবি করেন, ইজরায়েলের রাষ্ট্রদূত উত্তরপ্রদেশ পরিদর্শনে এসে জানিয়েছেন, এখানকার যুবকরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। তাঁদের পাঠানো অর্থ রাজ্যের উন্নয়নেও সাহায্য করছে।