জেলা 

লেদার কমপ্লেক্সে আগুন, বন্ধ ঘরে পুরে মারা গেল যুবক

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় অগ্নিকাণ্ডে মৃত্যু এক যুবকের। বন্ধ ঘরে হঠাৎ আগুন লেগে মৃত্যু হয়েছে তাঁর। মৃতের নাম সুরজিৎ সর্দার। ঘটনাস্থলে  দমকলের দু’টি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে খবর, লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত শিরীষবাগানে ঘটনাটি ঘটেছে। সুরজিৎ একটি ভাড়াবাড়িতে থাকতেন। দুপুরে সেই ভাড়াবাড়ি থেকে আগুন বেরোতে দেখে স্থানীয়েরাই দমকল ডাকেন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার পর দমকলকর্মীরা ভিতরে ঢুকেই সুরজিতের পোড়া দেহ দেখতে পান।

Advertisement

দমকল সূত্রে খবর, আগুনের উৎস এখনও জানা সম্ভব হয়নি। কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সময় সুরজিৎ ঘুমিয়ে ছিলেন কি না, তা-ও স্পষ্ট নয়। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন দমকলকর্মীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ