বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ কলকাতায়
বাংলার জনরব, ৫ ডিসেম্বর ২৪: কলকাতার সুশীল সমাজ গত ৪ঠা ডিসেম্বর-২০২৪, বুধবার, সাড়ে ৩টায় কলিকাতা বিশ্ববিদ্যালয় ও নবজাগরণের ঐতিহ্যঋদ্ধ কলকাতা কলেজ স্কোয়ার সংলগ্ন কলেজস্ট্রিটৈ ঐকতান সহ নানা ক্ষুদ্রপত্র-পত্রিকার সহযোগিতায় সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চের উদ্যোগে সাম্প্রতিক বাংলাদেশে সংখ্যালঘু নিধন ও নির্যাতন বন্ধের দাবিতে, সাম্রাজ্যবাদী ও ধর্মীয় মৌলবাদী চক্রান্তে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে নির্লজ্জ ভাবে আক্রমণের প্রতি তীব্র ধিক্কার জানিয়ে, রবীন্দ্র-নজরুল-সুভাষ অনুগামী শান্তিকামী ও প্রগতিশীল সুশীল সমাজের একটি প্রতিবাদ সভা এবং শান্তি মিছিলের আয়োজন করা হয়।
প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক ও সমাজ ভাষা গবেষক নীতীশ বিশ্বাস। অনুষ্ঠান উদ্বোধন করেন মানভূম ভাষা আন্দোলনের প্রবীন সৈনিক কাজল সেন । মুখ্য বক্তা ছিলেন মুক্তচিন্তা বুদ্ধিজীবী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপিকা মীরাতুন নাহার। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক উত্তম বিশ্বাস, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অধ্যাপক জয়ন্ত রায়, শ্রমিক নেতা রবীন্দ্র নাথ চক্রবর্তী,বাংলা দেশের নির্যাতিত আইনজীবী নিঝুম মজুমদার, সমাজ সেবী জওহারলাল দাস, অমল কৃষ্ণ মজুমদার, চন্দ্র শেখর সরকার, কবি বরুণ চক্রবর্তী,সাংবাদিক তপন দাস, সম্পাদক অরুণ ভট্টাচার্য প্রমুখ।
মীরাতুন নাহার বলেন বাংলাদেশের সমস্যার প্রাণ আমাদের ইতিহাসের ভ্রান্তির মূলে। যে দাঙ্গা রোধে দেশ ভাগ হল সে দাঙ্গা থেকে তো আমরা মুক্তি পেলাম না। আজ বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন আমাদের ঘরকেও উত্তপ্ত করে তুলেছে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাই আজ রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্রের আদর্শ সামনে নিয়ে শান্তির আহ্বানে রাস্তায় নেমে এসেছি। আমরা এ অমানিশার অবসান চাই। সভাপতি ও এ প্রতিবাদী কর্মসূচির আহ্বায়ক নীতীশ বিশ্বাস বলেন বাঙালির কোন হিন্দু মুসলমান হয় না। আমরা একই বৃন্তে একটি কুসুম হিন্দু মুসলমান। কিন্তু আমাদের শত্রুরা সেই কুসুমে কীট সম জেগে থেকে মাঝে মাঝে আমাদের আত্ম হননে নিমগ্ন হয় । আমরা বিপন্ন, বিচ্ছিন্ন আর বিভ্রান্ত হই। আজ আমাদের সে অন্ধকার রাদে শান্তি ও সম্প্রীতির আলো হাতে পথে নেমেছি। আমাদের প্রচেষ্টা ক্ষুদ্র কিন্তু মহৎ ও সঠিক । মানবতা ও গণতন্ত্রের বিকাশ মুখী।অনুষ্ঠানের মুখ্য অংশ জুড়ে ছিল ছাত্র ছাত্রী ও পথ চলতি মানুষের স্বতস্ফূর্ত অংশ গ্রহণ। মূলত কলেজস্ট্রীট অঞ্চল পরিক্রমা করে প্রতিবাদ মিছিল। যাতে অংশ নেন বিশিষ্ট বক্তাগণ সহ শিল্পী সাহিত্যিকেরা । বাঙালি হিন্দু সন্ন্যাসী সহ আইনজীবীদের উপর নির্লজ্জ নির্যাতনের প্রতিবাদ ঝংকার ওঠে শ্লোগানে শ্লোগানে।
অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গোপাল চক্রবর্তী, প্রতিবাদী কবি সম্মেলনে অংশ নেন শ্রীমতী পারমিতা ভট্টাচার্য, প্রদ্যোৎ নাথ,অন্তরা ঘোষ কর্মকার, সুপর্ণা বসু,মৌটুসী দত্ত, যূথিকা পাণ্ডে, শান্তনু গঙ্গা রিডি, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মন্ডল ,বৈশালী বিশ্বাস,ইলা দাস,শ্যামল প্রামাণিক, কোহিনুর কুমার। সঙ্গীত পরিবেশন করেন মহুয়া রায়, সুজাতা বসু ও অরুণ ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপিকা যূথিকা পাণ্ডে এবং ধন্যবাদ জানান সুবোধ বিশ্বাস । মিছিল তপন দাসের নেতৃত্বে ছিলেন নীলোৎপল সরকার মোঃ রুয়েল ইসলাম, অনিমেষ হালদার ও অমর ভাণ্ডারী ।