জেলা 

প্রয়াত হলেন বৌদ্ধচর্চার বিশিষ্ট পণ্ডিত সুনীতিকুমার পাঠক!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : প্রয়াত হলেন বৌদ্ধচর্চার বিশিষ্ট পণ্ডিত সুনীতিকুমার পাঠক। বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্যের নানা সমস্যায় ভুগছিলেন। কিন্তু তাতে থেমে ছিল না জ্ঞানচর্চা। বৃহস্পতিবার অবনপল্লীতে নিজ বাসভবনেই প্রয়াত হলেন।

রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে সুনীতিকুমারের উদ্যোগেই ১৯৫৪ সালে শুরু হয়েছিল ভারত-তিব্বতী চর্চা। সেই থেকে শান্তিনিকেতনেই ছিল তাঁর বাস। ১৯২৪ সালের ১ মে পশ্চিম মেদিনীপুরের মলিঘাট গ্রামে জন্মেছিলেন সুনীতিকুমার। ছোটবেলায় মাকে হারানোর পর বড় হয়েছিলেন মামাবাড়িতে। সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। পরে  কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। জীবনের পরবর্তী  তিব্বতী ভাষাশিক্ষায় মনোনিবেশ করেন। ১৯৫৪ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পুঁথি বিভাগে যোগদান করেন সুনীতিকুমার পাঠক। সেখানেই কাটে তাঁর কর্মজীবন।

Advertisement

১৯৫৪ সালেই অধ্যাপক সি আর লামা ও তিনি যৌথভাবে শুরু করলেন ইন্দো-টিবেটিয়ান স্টাডিজের নতুন বিভাগ। সেখানে পড়ানো গবেষণার পাশাপাশি তিজেকে আরও ঋদ্ধ করতে পড়াশোনা শুরু করেন চিনাভবনে। সেই শিক্ষার জোরে দখল জন্মায় চিনা ভাষার উপরেও।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ